কালিয়াগঞ্জ স্টেশন চত্বরে দিন রাত চলে অসামাজিক কার্যকলাপ,সাধারণ দোকানের আড়ালে চলছে মদের ব্যবসা,প্রসাশন নীরব দর্শক

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৩০জানুয়ারি:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের রেল স্টেশন চত্বরে চলছে দিনরাত অসামাজিক কাজকর্ম।সাধারন দোকানের আড়ালে সকাল থেকে রাত পর্যন্ত চলে মদের ব্যবসা।স্থানীয় প্রশাসন নীরব দর্শকের ভূমিকায়।এই ঘটনায় এলাকার একশ্রেণীর ব্যবসায়ীর প্রসাশনের কাজ কর্মে প্রচন্ড ক্ষুব্ধ।স্টেশন চত্বরের কিছু ব্যবসায়ীরা কালিয়াগঞ্জ থানায় এই সমস্ত ঘটনা বার বার জানালেও কোন ব্যবস্থা গ্রহণ না করায় কালিয়াগঞ্জ স্টেশন চত্বরের বেশ কিছু ব্যবসায়ী কালিয়াগঞ্জ থানার কাজ কর্মে ক্ষোভ প্রকাশ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন ব্যবসায়ী জানান কালিয়াগঞ্জ স্টেশন চত্বরের পার্শবর্তী রেল কোয়ার্টারের পাশে সন্ধ্যায় শুধু মদের ব্যবসায় রমরমা চলেনা।অল্পবয়সী স্কুল কলেজের ছেলেরা হাতের কাছে অতি সহজেই চরস,গাজা সহ বিভিন্ন ধরনের নেশার দ্রব্য পাওয়ায় স্টেশন চত্বরের রেল কোয়ার্টারের ধারে বসে সন্ধ্যায় নেশায় আসক্ত হয়ে থাকায় স্টেশন চত্বরকে অসামাজিক কাজকর্মের পীঠস্থান করে তুলেছে বলে জানায়।স্টেশন চত্বরের কিছু ব্যবসায়ীরা জানান স্টেশন রোডের পাশেই আবগারি দপ্তরের অফিস থাকলেও এই দপ্তরের কোন ভূমিকা দেখা যায়না। কালিয়াগঞ্জ স্টেশন চত্বরের অসামাজিক কাজ কর্ম বন্ধ করতে তারাও ব্যার্থ।স্টেশন চত্বরের সাধারণ মানুষ জানান অবিলম্বে কালিয়াগঞ্জ থানার পুলিশ প্রশাসন,আর পি এফ এবং আবগারি দপ্তরের কর্মীরা যদি যৌথভাবে কালিয়াগঞ্জ রেল স্টেশন চত্বরে অসমাজিক কাজ কর্ম বন্ধের উদ্যোগ গ্রহণ করে তাহলে কালিয়াগঞ্জ রেলস্টেশনের পরিবেশ ফিরে আসতে পারে বলে জানান।কালিয়াগঞ্জ থানার আই সি দীপাঞ্জন দাস কে রেল স্টেশনের এই অসামাজিক কাজকর্ম সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন আমি মাত্র কয়েক দিন হল এসেছি।আমি জানতে পারলাম কালিয়াগঞ্জ স্টেশন চত্বরের অবস্থা।খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। নাম প্রকাশে অনিচ্ছুক স্টেশন চত্বরের কিছু দোকানদারদের।অভিযোগ,রেল স্টেশন চত্বরে এই সমস্ত অসামাজিক।কর্মকান্ড ঘটে চললেও স্টেশন ম্যানেজারের কোন ভূমিকা দেখতে পাওয়া যায়না কোন এক অজ্ঞাত কারণেই নাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *