কালিয়াগঞ্জ পৌরসভার প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পালের উদ্যোগে তৈরি পৌরসভার আধুনিক গেট ও আলোকসজ্জা  নারকেল ফাটিয়ে উদ্বোধন করলেন বিধায়ক তপন দেব সিংহ

তনময় চক্রবর্তী  কালিয়াগঞ্জ পৌরসভার প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পালের উদ্যোগে তৈরি গ্রীন সিটি প্রকল্পে কালিয়াগঞ্জ পৌরসভার সামনে নতুন আধুনিক  গেট ও আলোক সজ্জার উদ্বোধন করলেন নারকেল ফাটিয়ে কালিয়াগঞ্জ এর বিধায়ক তপন দেব সিংহ। রাজ্য সরকারের সহযোগিতায় মিশন গ্রীন সিটি প্রকল্পে এই উদ্যোগ আজ থেকে ১ বছর আগে নিয়েছিল কালিয়াগঞ্জ প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল। করোনা আবহে কিছুদিন কাজ থমকে থাকার পর সেই নতুন আধুনিক  গেট ও আলোক সজ্জার কাজ সম্পূর্ণ হলো।

পৌরসভার সামনে এই আধুনিক গেট ও আলোক সজ্জার যে ব্যবস্থা করা হয়েছে তাতে একদিকে যেমন পৌরসভার সৌন্দর্যায়ন হবে তেমনি সাধারণ মানুষদের নিমেষের মধ্যে পৌরসভা চিনতে আর অসুবিধা হবে না। শহরকে সুন্দর করে সাজানো ও এগিয়ে নিয়ে যাওয়া ছিল যার চ্যালেঞ্জ সেই  প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল এর আন্তরিক প্রচেষ্টায় কালিয়াগঞ্জ পৌরসভার  উদ্যোগে গ্রীন সিটি প্রকল্পে এই কাজ শুরু হয়েছিল আজ থেকে এক বছর আগে । উল্লেখ্য তৃণমূল কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পৌরসভার  উদ্যোগে যখন একের পর এক উন্নয়নের জোয়ার বইছিল কালিয়াগঞ্জ শহরে তৎকালীন পৌরপতি কার্তিক চন্দ্র পালের উদ্যোগে। সেই সময় একবারের জন্যও কালিয়াগঞ্জ এর বিধায়ক  তপন দেব সিংহ  কে কালিয়াগঞ্জ পৌরসভায় যেতে দেখা যায়নি। বলা ভালো পৌরপতির সঙ্গে শহরের উন্নয়ন আরো কিভাবে ত্বরান্বিত করা যাবে সে ব্যাপারে আলোচনা করতেও কোনদিনও দেখা যায়নি যাকে। তিনি  আজ যখন প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ঠিক সেই সময় প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল আমলে সম্পূর্ণ হওয়া বেশ কয়েকটি প্রকল্প নারকেল ফাটিয়ে  উদ্বোধন করতে দেখা যাচ্ছে।  কালিয়াগঞ্জ এর নাগরিকরা এ ব্যাপারে বলেন কালিয়াগঞ্জ এর বিধায়কের কালিয়াগঞ্জ এর উন্নয়নে কোন অবদান নেই । যার অবদান কালিয়াগঞ্জ বাসী সবসময় মনে রাখবে তিনি হলেন পৌরসভার প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পালের নাম। নাগরিকরা বলেন এখন তো কালিয়াগঞ্জ এর বিধায়ক রেডিমেড বিধায়কের পরিণত হয়েছেন। কারণ প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল তৃণমূল কংগ্রেস ছেড়ে যখন থেকে বিজেপিতে যোগ দিয়েছেন তখন থেকেই কার্তিক বাবুর হাত ধরে যে সমস্ত প্রকল্পগুলি সম্পূর্ণ হয়েছে সেগুলো বিধায়ক এখন ভোটের আগে নিজেকে জাহির করার জন্য নারকেল ফাটিয়ে  উদ্বোধন করছে।কালিয়াগঞ্জ পৌরসভার সামনে আধুনিক গেট ও আলোকসজ্জার উদ্বোধন এর থেকে কোন ব্যতিক্রম নয়। এতে কোন বিধায়কের লাভ হবে না। কালিয়াগঞ্জ এর মানুষ জানে কে প্রকৃত  উন্নয়নের কান্ডারী  কালিয়াগঞ্জ শহরের। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *