দুই দিন ব্যাপী কামতাপুরী সাংস্কৃতিক মহা উৎসব দার্জিলিং জেলার খরিবাড়ি হাই স্কুল মাঠে
সুবল গোপ,খরিবাড়ি,চোপড়া : কামতাপুরী ভাষা আকাদেমির উদ্যোগে দুই দিন ব্যাপী কামতাপুরী সাংস্কৃতিক মহা উৎসব অনুষ্ঠিত হল দার্জিলিং জেলার খরিবাড়ি হাই স্কুল মাঠে ।এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় গত কাল শুক্রবার এক বিশাল শোভাযাত্রার মাধ্যমে। এরপর কামতাপুরী রাজবংশী রীতি মেনে কলা গাছে মাটির প্রদীপ জ্বালিয়ে শঙ্খ উলুধ্বনি দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর মঞ্চে কামতাপুরী কৃষ্টি কালচার মেনে অতিথিদের হাতে পান সুপারি দিয়ে ব্যাচ ও হলুদ গামছা পরিয়ে অতিথি বরন করা হয়।এরপর উত্তর বঙ্গের জনপ্রিয় বৈরাতি নৃতা পরিবেশন করে অনুষ্ঠান শুরু হয়।
উদ্বোধনী বক্তব্য রাখেন, কামতাপুরী ভাষা আকাদেমির অন্যতম সদস্য সুরেশ চন্দ্র রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাষা আকাদেমির চেয়ারম্যান বজলে রহমান , মোহন লাল সিংহ,শান্তা কুমার সিংহ, নিমচাঁদ গোপ ,হিরেন রায় ,সুভাষ নাথ প্রমুখ। অনুষ্ঠান চলে শুক্র ও শনিবার। স্থানীয় ও স্বনামধন্য লোক শিল্পীরা বিভিন্ন আঙ্গিকের গান পরিবেশন করেন। বক্তাগন,বলেন , রাজ্য সরকার কামতাপুরী ভাষার স্বীকৃতি দেওয়ায় তারা খুশি। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি শনিবার মহা সমারোহে সম্পন্ন হয়। সম্পুর্ন অনুষ্ঠানটি পূর্ন দক্ষতার সাথে ,কামতাপুরী ভাষায় সঞ্চালনা করেন- অভিজিৎ রায়।