কালিয়াগঞ্জ এর বিধায়ক তপন দেব সিংহের গ্যারান্টার রাজীব বন্দ্যোপাধ্যায় চলে গেলেন বিজেপিতে। স্বভাবত মুখ ভার কালিয়াগঞ্জ এর বিধায়কের

তনময় চক্রবর্তী। অবশেষে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর তৃণমূলের বিধায়ক তপন দেব সিংহের উন্নয়নের গ্যারান্টার রাজীব বন্দ্যোপাধ্যায় চলে গেলেন বিজেপিতে। স্বভাবতই কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেস কর্মীরা একটু হতাশ। উল্লেখ্য গত বিধানসভা উপনির্বাচনে কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তপন দেব সিংয়ের প্রচার এর মূল কান্ডারী ছিলেন তৃণমূল নেতা তথা প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায় কে নিয়ে প্রচারে ঝড় তূলতে  দেখা  গিয়েছিল  সেসময় কালিয়াগঞ্জ এর বিধায়ক তপন দেব সিংহ কে ।

          ফাইল চিত্র

গত বিধানসভা উপনির্বাচনে কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তপন দেব সিংয়ের প্রচার এর মূল কান্ডারী ছিলেন তৃণমূল নেতা তথা প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়

আর বিভিন্ন জায়গায় বিভিন্ন সভা-সমাবেশে বিভিন্ন পাড়ায় বক্তব্য রাখতে এসে তপন দেব সিংহ কে পাশে নিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জ বাসিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি তপন দেব সিংয়ের গ্যারান্টার।

উন্নয়ন কাকে বলে দেখিয়ে দিব। আপনারা একবার তপন দেব সিংহ কে জয়ী করুন। আর এর মাশুল আপনাদের তপন দেব সিংয় কড়ায়-গণ্ডায় সুদে-আসলে দিয়ে দিবে । আর সেই মোতাবেক কালিয়াগঞ্জ  বাসী  উদার হস্তে সেই রাজীব বন্দ্যোপাধ্যায় এর আবেদনে সাড়া দিয়ে ভোট দিয়ে জিতিয়ে এনেছিলেন তপন দেব সিংহ কে। কিন্তু গত দেড় বছরে তপন দেব সিংহ তার সাত টি প্রতিশ্রুতির একটিও পালন করতে পারেননি।

                                                                                                                                              ফাইল চিত্র

এর উপর আজ আবার বিধায়ক  তপন দেব সিংয় এর পাশ থেকে গ্যারান্টার রাজীব বন্দ্যোপাধ্যায়  চলে গেলেন ঘাসফুল শিবির ছেড়ে পদ্ম শিবিরে। স্বভাবতই কালিয়াগঞ্জ এর বিধায়ক এর  যেমন মন ভার তেমনি শহরের এবং ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মীদের মনে বিষাদের সুর।এখন দেখার বিষয় আগামী দিনে রাজীব বন্দ্যোপাধ্যায় এর হাত ধরে কালিয়াগঞ্জ এ তৃণমূল কংগ্রেস শিবিরে কোন নেতা পদ্মফুলে আসে কিনা সেটাই দেখার বিষয়। তবে একটা কথা নিশ্চিত এবার বিধানসভা ভোটে  কালিয়াগঞ্জ এর বিধায়ক তপন দেব সিংহ শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায় কে পাশে না পেয়ে  যথেষ্ট বেকায়দায় পড়বে তা নিশ্চিত বলা যেতেই পারে। তবে সবার উপরে রয়েছে জনতা জনার্দন। সেই জনতা জনার্দন ভোট বাক্সে কি করে এখন সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *