কালিয়াগঞ্জের বিশিষ্ট সমাজসেবী তথা সাংবাদিক বিনোদ রুনটা বর্তমানে টবের মধ্যে আম ফলিয়ে ফুল ও ফলের বাগান চর্চায় বাস্ত-

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৩০,জানুয়ারি:আমরা সবাই জানি একটা শ্লোক আছে যে রাঁধে সে চুল ও বাধে।কালিয়াগঞ্জের মারওয়ারী পট্টির বাসিন্দা তথা সমাজসেবী ও সাংবাদিক বিনোদ রুঙতা সংবাদিকতার মত গুরুত্বপূর্ন সমাজ সেবার দায়িত্ব পালন করেও তথা সমাজিক বিভিন্ন দায় দায়িত্ব পালন করেও বর্তমানে তার বাড়িতে টবের মধ্যে ছোট্ট আমগাছে আম ফলিয়ে এবং বিভিন্ন ধরনের বাহারি ফুলের বাগানের চর্চা করেই অধিকাংশ সময় কাটিয়ে দেবার সাথে সাথে সবার দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে।

বিনোদবাবু বলেন যে মানুষ ফুল ও শিশুদের ভালো বাসেনা সে মানুষ হলেও প্ৰকৃত মানুষের পর্যায়ে পরেনা।তিনি বলেন বাড়িতে যত রকমের ফুলের গাছের বাগান এবং টবের মধ্যে আম থেকে আরম্ভ করে নানাবিধ সৌখিন ফলের চাষ করছি তাতে করে সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে তা বুঝতে পারছিনা।এর ফলে মনের প্রফুল্লতা অনেকটাই বেড়ে যায়।পারিবারিক কাজকর্ম সেরে তাই অধিকাংশ সময় ফুলের ও ফলের গাছের পরিচর্যার

মধ্যেই সময় কাটাতে ভালো লাগছে।বিনোদ বাবু বলেন তিনি সবাইকেই বাড়িতে ফুল ও ফলের বাগান করবার জন্য অনুরোধ করবেন।ফুল ও ফলের বাগানের সাথে যুক্ত হয়ে থাকলে একদিকে যেমন শরীরের চর্চা হয় তেমনি মন হাসিখুশিতে ভরে উঠতে পারে।সাংবাদিক তথা বিশিষ্ট সমাজ সেবী বিনোদ বাবুর বাড়িতে গিয়ে দেখা গেল একটি বাড়ির ভেতরে কি ভাবে গার্ডেনিং করা যায় যেখানে রয়েছে একই রকম ফুলের নানান ধরনের জাতের ফুল গাছ।যা দেখলে বিনোদবাবুর পরিবারের মনতো ভড়ছেই সাথে সাথে আমাদেরও মন ভরে যেতে বাধ্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *