বিজেপিতে মেগা যোগদান পর্ব, আজ দিল্লিতে রাজীব-বৈশালী-প্রবীর-রথীনরা
দিল্লিতে বিস্ফোরণের জেরে বাতিল হয়ে গিয়েছে অমিত শাহের বঙ্গ সফর। তাই তড়িঘড়ি বিশেষ বিমানে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করল বিজেপি। আজ শনিবারই দিল্লি উড়ে যাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেই দিল্লি যাচ্ছেন বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল এবং রথীন চক্রবর্তী। এ দিনই রাতে দিল্লিতে অমিত শাহের উপস্থিতিতেই তাঁরা বিজেপি-তে যোগদান করতে পারেন।রবিবার হাওড়ার ডুমুরজোলায় অমিত শাহের হাত থেকেই বিজেপি-র পতাকা হাতে নেওয়ার কথা ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়ের। বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তীদেরও ওই সভা থেকেই বিজেপি-তে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু দিল্লিতে আইইডি বিস্ফোরণের জেরে অমিত শাহ ওই সভায় থাকতে পারছেন না। যদিও হাওড়ার সেই সভা হবে।
সেখানে হাজির থাকতে পারেন বিজেপি-র সর্বভারতীয় স্তরের এক বা একাধিক বড় নেতাও।কিন্তু শুভেন্দু অধিকারীর পর রাজীব বন্দ্যোপাধ্যায়ের যোগদানকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। সেই কারণেই রাজীব বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল ছেড়ে আসা চার জনকেই বিশেষ বিমানে দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ দিন বিকেলেই কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল এবং রথীন চক্রবর্তীর।জানা গিয়েছে, শুক্রবার রাতেই রাজীবকে ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই ফোনেই তাঁকে দিল্লি যাওয়ার কথা জানিয়ে দেন তিনি। একই বার্তা দেওয়া হয়েছে বাকি তিন নেতাকেও। এ দিন দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে তাঁদের দেখা করার কথা।
এর পর আজ রাতে অথবা আগামিকাল সকালে অমিত শাহ, জে পি নাড্ডাদের উপস্থিতিতেই দিল্লিতে বিজেপি-তে আনুষ্ঠানিক যোগদান করবেন রাজীব বন্দ্যোপাধ্য়ায়রা। এর পর রবিবার দুপুরের মধ্যেই কলকাতায় ফিরে এসে তাঁরা হাওড়ার সভায় যোগ দেবেন।আজই দিল্লি উড়ে যাচ্ছেন সদ্য তৃণমূল ছেড়ে যাওয়া একাধিক বড় মুখ। দিল্লিতে শনিবারই বিজেপিতে যোগ দিতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষালরা, রথীন চক্রবর্তীরা।আজই দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করে কাল সকালের বিমানে তাঁরা কলকাতায় ফিরবেন বলে খবর। রবিবার হাওড়ার ডুমুরজলাতে স্মৃতি ইরানির সভায় এই চার জনকে দেখা যাবে বলে সূত্রের খবর।কিছুদিন ধরে দলের বিরুদ্ধে বেসুরো গাইছিলেন রাজীব। ৫ ডিসেম্বর তিনি বলেছিলেন, ‘দলে স্তাবকতা করতে পারলে নম্বর বেশি। ভালকে খারাপ, খারাপকে ভাল বলতে পারি না তাই আমার নম্বর কম। অন্যদের বেশি’। ৭ ডিসেম্বর রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নবান্নর চারপাশে পড়ে ‘কাজের মানুষ কাছের মানুষ পোস্টার’।