এরকম মহাজোটের ব্রিগেড করে কোন ফায়দা হবে না এমনই মন্তব্য করলেন সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি
1 min read
দেবব্রত সরকার :- এরকম মহাজোটের ব্রিগেড করে কোন ফায়দা হবে না যদি না বিভিন্ন রাজ্যে রাজ্যে সমস্ত আঞ্চলিক দলগুলো নিজেরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে বিজেপিকে হারাতে না পারে। আজ এমনই মন্তব্য করলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দারিভিটে সিপিআইএম একটি সভায় যোগ দিতে এসে সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেন তাদের আজকের এই ব্রিগেড সমাবেশে কোন আমন্ত্রণ জানানো হয়নি তাদের তাই তারা যায়নি ।তিনি বলেন এই ধরনের ব্রিগেডের সভা করে মহাজোট কোন ফায়দা তুলতে পারবে না ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তবে এও বলেন সীতারাম ইয়েচুরি আগামী ৩ ফেব্রুয়ারি বামফ্রন্ট ব্রিগেডে একটি সভা করবে কলকাতায়।এদিন সীতারাম ইয়েচুরি আরো বলেন বিজেপি যেমন দেশের বিপদ তেমনই বাংলার বিপদ তৃণমূল কংগ্রেস। তাই একদিকে যেমন দেশ থেকে বিজেপিকে খাটাতে হবে অপরদিকে তৃণমূলকে হাঁটাতে হবে।তাই দুই এর লক্ষ্যে এবারে লোকসভা নির্বাচনে এবার সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে বলে এদিন তিনি মন্তব্য করেন। তিনি বলেন বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একে অপরের দোষ তাই দুইজনের কেলেঙ্কারিতে আজ অতিষ্ঠ হয়ে পড়েছে দেশের মানুষ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});