ব্রিগ্রেডের জনসভা থেকে ফেরার পথে নয়নজুলিতে উল্টে গেলে বাস
1 min read
ব্রিগ্রেডের জনসভা থেকে ফেরার পথে আজ সন্ধ্যায় একটি বাস হাওড়ার ডোমজুড় থানার দক্ষিন দাঁড়ির কাছে পাশের নয়নজুলিতে উল্টে গেলে ছাব্বিশ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের সকলের ডোমজুড় হাসপাতালে চিকিৎসা চলছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাদের অবস্থা স্থিতিশীল। ঘটনাস্থলে ডোমজুড়ের বি ডি ও রাজা ভৌমিক আছেন। হুগলির সোয়াড়ি রসিকপুর থেকে তৃনমুল কংগ্রেস সমর্থকেরা বাসে করে ব্রিগেডর৷ জনসভায় গিয়েছিলেন। সভা সেরে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});