December 24, 2024

বরফের ছোঁয়া দার্জিলিং

1 min read
দার্জিলিং: এগারো বছর বরফের ছোঁয়া পায়নি দার্জিলিং। দার্জিলিংবাসী এবং পর্যটকদের কাছে সেই অপূর্ণতা এ বার সুদে-আসলে মিটিয়ে দিচ্ছে প্রকৃতি। মঙ্গলবার মরশুমের দ্বিতীয়বার তুষারপাত দেখল দার্জিলিং শহর।২৮ ডিসেম্বর মরশুমের প্রথম তুষারপাত দেখেছিল দার্জিলিং। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তার ঠিক ৩১ দিন পর ফের বরফ পড়ল পাহাড়ের রানিতে। পশ্চিমীঝঞ্ঝার দাপটে গত সপ্তাহের শুক্রবার থেকে মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে দার্জিলিং। তাই এ দিন সকাল ১১টা নাগাদ যখন আকাশ কালো করে প্রথমে বৃষ্টি নামে, বেশি আমল দেননি বাসিন্দারা। কিন্তু ক্রমে সেই বৃষ্টি, তুষারপাতের রূপ নেয়।জানুয়ারি মাসের এক্কেবারে শেষলগ্নে এ ভাবে তুষারপাত হতে পারে, সেটা আন্দাজ করতে পারেননি দার্জিলিংয়ের বাসিন্দারা। তাই বরফ পড়া শুরু হতেই রাস্তায় বেরিয়ে আসেন অনেকে। তুষারপাতের আনন্দ নিতে ম্যালে ভিড় জমান পর্যটকরা। তবে এই তুষারপাত ঘণ্টাখানেকের বেশি স্থায়ী হয়নি। বেলা বাড়তে আসতে আসতে সেই বরফের অনেকটাই গলে গিয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *