December 24, 2024

জুরাপানী হাই স্কুলে বিদ্যালয়ের ব্যায়ামাগার ও মিড -ডে মিলের ডাইনিং রুমের উদ্বোধন

1 min read
আশীষ ভট্টাচার্য্য-ধুপগুড়ি--বুধবার থেকে শুরু হয়েছে দুই দিনের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ধুপগুড়ি ব্লকের জুড়াপানি হাইস্কুলে।সেই অনুষ্ঠানে  বিধায়কের তহবিল থেকে দেওয়া অর্থে বিদ্যালয়ের মুল গেট ও- মিডডে মিল খাবার ডাইনিং হল -বিদ্যালয়ের ব্যায়ামাগারের শুভ উদ্বোধন করেন ধুওগুড়ির  বিধায়ক মিতালী রায় ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

উপস্থিত ছিলেন ধুপগুড়ি পৌর সভার উপ পৌর পিতা- রাজেশ সিং -প্রধান শিক্ষক সজল সরকার সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ।এই দিন সকালেধূপগুড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের মধ্যে ফল ও মিষ্টান্ন বিতরন করা হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সকালেবর্ণাঢ্য শোভাযাত্রা ধুপগুড়ি শহর পরিক্রমা করা হয় বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ শহরের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে। উদ্বোধনী অনুষ্ঠানেনৃত্যের তালে তালে অতিথি বরণ ও ছাত্র ছাত্রী দের কুচকাওয়াজে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *