হেলিকপ্টার অবতরণের অনুমতি পেল না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
1 min read
রাজ্যে এলেন না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ রায়গঞ্জ ও বালুরঘাটে দুটি সভা করার কথা ছিল তাঁর। কিন্তু, বালুরঘাটে তাঁর হেলিকপ্টার অবতরণের অনুমতি দেয়নি প্রশাসন। রায়গঞ্জেও হেলিকপ্টার অবতরণের অনুমতি পাওয়া যায়নি। তাই দুটি জায়গাতেই সভা করতে যোগী সভা করতে পারলেন না ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তবে সভায় উপস্থিত মানুষদের সামনে যোগী আদিত্যনাথ মোবাইলে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন । জেলার কাশিবাটি এলাকায় BJP র একটি জনসভা ছিল । সেখানেই আশার কথা ছিল তার।কিন্তু যোগী আদিত্যনাথ না আসলেও BJP জেলা নেতৃত্ব জানিয়েছে, রাজ্য নেতৃত্বের নির্দেশে সভা চালিয়ে যাওয়া হবে । সেই অনুসারে সভা চলে। এদিকে জানা যায় জেড ক্যাটাগরির নিরাপত্তার ইশু দেখিয়ে রায়গঞ্জে BSF-এর হেলিপ্যাড ব্যবহারের অনুমতি দিল না পূর্ত দপ্তর। প্রশাসনের তরফে উত্তরপ্রদেশ পুলিশের DIG-কে জানিয়ে দেওয়া হল। ফলে রায়গঞ্জে যোগীর সভা হল না।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});