December 22, 2024

মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চে গিয়ে রাজ্যের সেরা থানার শিরোপা নিয়ে এলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার আইসি বিচিত্র বিকাশ রায়

1 min read


তন্ময় চক্রবত্তী ও  বিনোদ  রুনণ্টা  ঃ-   মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চে গিয়ে রাজ্যের সেরা থানার শিরোপা নিয়ে এলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার আইসি বিচিত্র বিকাশ রায়  । আজ তিনি সেই ট্রফি 
কলকাতা থেকে কালিয়াগঞ্জে   নিয়ে এলে  পুলিশ কর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছাস লক্ষ্য করা যায় । 

থানার মধ্যে দেখা যায় একে অপরকে মিষ্টি খাওয়াতে শুধু তাই নয় প্রচুর মানুষ থানার
আইসি কে এই শিরোপা নিয়ে আসার জন্য শুভেচ্ছা জানান
এছাড়া কালিয়াগঞ্জ থানায় গিয়ে পুষ্পস্তবক দিয়ে
অভিনন্দন জানান উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য তথা কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি
 দধি মোহন
দেব শর্মা


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 অভিনন্দন জানানোর পর এক সাক্ষাৎকারে
দধি  বাবু বলেন কালিয়াগঞ্জ থানা আইসি যেভাবে কালিয়াগঞ্জ এর আইন
শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক বিভিন্ন কাজ গুলি প্রতিনিয়ত করে আসছে তা খুবই প্রশংসনীয়
তিনি এই সাফল্যের জন্য কালিয়াগঞ্জ থানার পুলিশ
কর্মী থেকে সিভিক ভলেন্টিয়ার দের শুভেচ্ছা জানান
। 

 অন্যদিকে কালিয়াগঞ্জ থানার আইসি বিচিত্র বিকাশ রায় বলেন ,রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে রাজ্যের সেরা থানার   পুরস্কার পাওয়া এটা একটা বিরাট
অনুভূতি
 তিনি এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে কালিয়াগঞ্জ থানা এলাকার প্রতিটি
মানুষের উদ্দেশ্যে এই সম্মান তিনি উৎসর্গ
করেন ।   তিনি বলেন কালিয়াগঞ্জ বাসিক
ঐকান্তিক  সহযোগিতা না পেলে এত বড় সম্মান
কোন ভাবেই সম্ভব হতো না
 ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তিনি বলেন এটা একটা টিম ওয়ার্কের
ফসল
 আইসি বলেন এই পুরস্কার আগামী
দিনে তাদের আরও অনেক দায়িত্ব বাড়িয়ে দিল
 উল্লেখ্য
গতকাল কলকাতা
 মেট্রো চ্যানেলের সামনে  ধরনা মঞ্চে রাজ্যে সব থানার মধ্যে
সেরা থানার পুরস্কার দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

এদিকে কালিয়াগঞ্জ থানা সারা
রাজ্যের মধ্যে সেরা থানার শিরোপা পাওয়ায় কালিয়াগঞ্জ থানা কে
শুভেচ্ছা জানান জেলার পুলিশ সুপার সুমিত কুমার।  তিনি এক সাক্ষাৎকারে বলেন এই পুরষ্কার আগামী দিনে
জেলার প্রতিটি থানাকে অনুপ্রাণিত করবে ভালো কাজ করার ক্ষেত্রে ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *