কালিয়াগঞ্জে সারদা কাণ্ডের অর্থ ফেরতের দাবির সাথে দোষীদের শাস্তির দাবিতে সি পি আই এমের বিক্ষোভ মিছিল
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–সোমবার কলকাতায় সি বি আই এর অফিসারদের সাথে রাজ্য সরকারের অশালীন আচরণের প্রতিবাদের সাথে অবিলম্বে সারদা কাণ্ডের আমানত কারীদের অর্থ ফিরিয়ে দেবার সাথে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে কালিয়াগঞ্জে সিপিআইএম প্রতিবাদ মিছিল বের হয়।শহরের বিভিন্ন স্থানে পথ সভায় জ্বালাময়ী বক্তব্য রাখেন সিপিআইএম নেতা ভারতেন্দ্র চৌধরী,মনা পাটোয়ারী দ্বিগেন রায় সহ বিশিষ্ট সিপিআইএম নেতৃবৃন্দ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ভারতেন্দ্র চৌধরী বলেন এই রাজ্যের তৃণমূল দলে রাজ্যের পুলিশেরাও সোমবার থেকে নাম লিখিয়েছে। তাই যদি না হত তাহলে মুখ্যমন্ত্রীর তৃণমূল দলের ধর্ণায় আমরা রাজ্যের আই পি এস অফিসারদের দেখা পেতাম না।আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী দিশেহারা হয়ে পড়েছেন।কেননা জীবন দিয়ে যে রাজীব কুমারকে বাঁচানোর চেষ্টা সোমবার করলেন তিনি শেষ রক্ষা করতে ব্যার্থ হলেন।রাজীব কুমারকে বাঁচাতে গিয়ে আরো তিনি সিবিআই নামক কুমিরদের হাতে তুলে দেবার ব্যবস্থা করলেন।এখন কান টানলেই মাথাটা চলে আসবে।রাজ্যের মুখ্যমন্ত্রী তাই সিবিআই অফিসার দেখে গেলো গেলো সব গেলো মনে করেই সিবিআই দপ্তরের আধিকারিকদের ঘাড় ধাক্কা দিয়ে পুলিশের গাড়িতে রাজ্য পুলিশ দিয়ে তুলে দিয়েছিলেন।তাদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে,সারদার আমানত কারীদের কষ্টের জমানো অর্থ ফেরত দিতে হবে।সিপিআই এম দলের পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে সুকান্ত মোড় থেকে বেরিয়ে সারা শহর পরিক্রমা করে পুনরায় সুকান্ত মোড়ে গিয়ে মিছি লের সমাপ্তি টানা হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});