December 22, 2024

দেশি-বিদেশী বিভিন্ন জাতের বাহারি ফুলএখন ফুটছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানা চত্তরের ফুলের বাগানে।

1 min read

তন্ময়  চক্রবত্তী ঃ– শীতের সকালে প্রকৃতি যখন কুয়াশার
চাদরে মুড়ে থাকে
, তখন
বাগানে উকি দেয় ডালিয়া
, ষ্টার, গাদা, সাইলোছিয়া, ক্যাবেস, গ্যাজিলিয়া, সেলফিয়া, জুই, লাল রঙের দেশি-বিদেশী
বিভিন্ন জাতের এসব বাহারি ফুল  উত্তর  দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানা চত্তরের সামনে
দেখা মিলেছে ফুলের বাগানে।নিজ উদ্যোগেই এবাগান করেছেন কালিয়াগঞ্জ  মডেল থানার আই সি  বিচিত্র বিকাশ রায় । 

এসব ফুল যেমন থানার
কর্মকর্তা-কর্মচারীদের মন উজ্জীবিত করে
, তেমনি মুগ্ধ করে
দর্শনার্থীদেরও। ব্যতিক্রমী এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সুধিজনেরা।
কালিয়াগঞ্জ
মডেল থানার আই সি  বিচিত্র বিকাশ রায় বলেন
, বিভিন্ন কারণেই থানায়
প্রতিদিন অনেক লোকজন আসেন।ফুলকে ভালোবাসে না সমাজে এমন মানুষ খুঁজে পাওয়া হয়ত বা
যাবে না।ফুল এমন একটি জিনিস যেটা মানুষের মন  পরিবর্তন করতে বাধ্য ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 তিনি বলেন মানুষের মধ্যে ভালো ও মন্দ দুইটি
দৈহিক সত্তা কাজ করে।  তাই অনেক সময় ফুল
দেখলে মানুষের মন্দ সত্তাকে ভালো সত্তা দিয়ে দাবিয়ে রাখা যায়।  তার জন্যই এই ফুল বাগান তৈরী হয়েছে কালিয়াগঞ্জ
থানা চত্বরে। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 তিনি বলেন এই ফুলবাগানের
অন্যতম কারিগর সাব ইন্সপেক্টর রামচন্দ্র ঘোষ।  যার  তত্ত্বাবধানে
এই ফুল বাগান গড়ে উঠলেও তিনি সময় পেলেই মাঝে মাঝে এক ফুল বাগানে আসেন সমগ্র  বাগানটির খোঁজখবর নিতে। শুধু তাই নয় এই
বাগানে  সিভিক ভলেন্টিয়ারও অক্লান্ত
পরিশ্রম করেন এই বাগানটি পরিচর্চা করে সুন্দর করে তুলতে ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 আই সি  বিচিত্র বিকাশ রায়  আরও বলেন এই বাগানে  ভিন্ন
প্রজাতির ফুল রয়েছে । এই ফুল দিয়ে একদিকে যেমন থানার  থানা চত্বরে আবাসিক বিনোদের গড়া কালিয়াগঞ্জ
থানা কালী মন্দিরের পুজা হয় তেমনি  থানার
বিভিন্ন অনুস্টাণে এই ফুল বিভিন দরকারে লাগে । 
 তাই সেই
 কথা মাথায় রেখে এখানে এ ফুল বাগান করা
হয়েছে। আই সি  বলেন এখানে বারো মাস ধরে
যাতে ফুল ফোটে তার ব্যবস্থা করা হয়েছে । তাই  প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠেই ফুলের বাগানের
পরিচর্যা করেন তিনি। আর একটু সুযোগ পেলেই বাগানের পরিচর্যার কাজে ও  নেমে পড়েন। সেই
সাথে তার সাথে থাকে  থানার কর্মরত পুলিশ সদস্যরা এবং 
সিভিক ভলেন্টিয়ারও। 
 থানা
চত্ত
¡রে আই
সি গড়ে তোলা বাগানটি মানুষের  এখন আকর্ষনের কেন্দ্রবিন্দু হয়েছে  । অনেকেই সুযোগ হলে পরিবারকে সঙ্গে  নিয়ে
দেখতে চলে  আসেন তেমন  ই  ফাক পেলেই একটা সেলফি তুলতেও  কেউ ভুলেন না । কালিয়াগঞ্জের সাংস্কৃতিককর্মী
তথা সাংবাদিক তপন চক্রবত্তী   ফুলের বাগান দেখতে এসে বলেন
, এথানার পুলিশ সদস্যরা শত
ব্যস্ত থাকার পরও যে ফুলের বাগান সাজিয়েছেন এতে তারা প্রশংসার দাবীদার।

কবি
সত্যেন্দ্রনাথ বলেছেন
, জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগি, দুইটি যদি জোটে অর্ধেকে ফুল
নিয়ে নিও হে অনুরাগী


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *