জাতীয় সড়কে ও মোটরবাইক সংঘর্ষে মৃত্যু হল এক
1 min read
প্রদিপ সিনহা ঃ- উত্তর দিনাজপুর জেলার করণদিঘি চুয়াডাঙ্গা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ও মোটরবাইক সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের এই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে পরে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ মুক্ত করে ঘটনার বিবরণে জানা যায়
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন দুপুর একটা নাগাদ টুঙ্গীদীঘি থেকে করণদিঘি তে কাজে এসেছিল মিঠু মাহাতো। জাতীয় সড়ক ধরে মোটর বাইকে করে করণদিঘি যাওয়ার সময় ডুমরা ডাংগি চুয়াডাঙ্গা এলাকায় এসে পৌঁছলে উল্টো দিক থেকে আসা একটি লরির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার জেরে প্রায় ঘন্টা খানেক জাতীয় সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ অবরোধ মুক্ত করে যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক গাড়িটি আটক করলেও গাড়ির চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘী থানার পুলিশ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});