উত্তর দিনাজপুর জেলা জুড়ে ডাচ গোলাপের চাহিদা ব্যাপক , আজ রোজ ডে
1 min read
তন্ময়
চক্রবত্তী ঃ- আজ রোজ
ডে। একে ঘিরে উত্তর দিনাজপুর জেলা
জুড়ে
ডাচ
গোলাপের
চাহিদা
ব্যাপক। কিন্তু স্থানীয় আবহাওয়ায় ডাচ গোলাপের উৎপাদন ভালো না হওয়ায় বাইরে থেকে তা নিয়ে আসছেন ব্যবসায়ীরা। ছোট
গোলাপও
অবশ্য
পাল্লা
দিয়ে
বিক্রি
হচ্ছে। সাত সকালে প্রিয় বন্ধুকে গোলাপ ফুল উপহার দেওয়ার জন্য গতকালই অনেকে তা কিনে রাখছে। স্বাভাবিক
দামের
চাইতে
এক
একটি
গোলাপ
দ্বিগুণ
দামে
বিক্রি
হচ্ছে। মফস্সলের ব্যবসায়ীরাও শহরের ব্যবসায়ীদের কাছ থেকে প্রচুর গোলাপ কিনে স্টক করছেন।
চক্রবত্তী ঃ- আজ রোজ
ডে। একে ঘিরে উত্তর দিনাজপুর জেলা
জুড়ে
ডাচ
গোলাপের
চাহিদা
ব্যাপক। কিন্তু স্থানীয় আবহাওয়ায় ডাচ গোলাপের উৎপাদন ভালো না হওয়ায় বাইরে থেকে তা নিয়ে আসছেন ব্যবসায়ীরা। ছোট
গোলাপও
অবশ্য
পাল্লা
দিয়ে
বিক্রি
হচ্ছে। সাত সকালে প্রিয় বন্ধুকে গোলাপ ফুল উপহার দেওয়ার জন্য গতকালই অনেকে তা কিনে রাখছে। স্বাভাবিক
দামের
চাইতে
এক
একটি
গোলাপ
দ্বিগুণ
দামে
বিক্রি
হচ্ছে। মফস্সলের ব্যবসায়ীরাও শহরের ব্যবসায়ীদের কাছ থেকে প্রচুর গোলাপ কিনে স্টক করছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ব্যবসায়ীরা
জানান,
নতুন
বছরের
শুরুতেই
গোলাপের
চাহিদা
ব্যাপক
বেড়ে
যায়। এবার ফেব্রুয়ারিতে গোলাপ দিবস, স্বরস্বতী পুজো এবং আর ভ্যালেনটাইন দিবস পরপর হওয়ায় গোলাপের চাহিদা আরও বেশি বেড়েছে। উদ্যানপালন
দপ্তর
জানিয়েছে,
জেলায়
ফুলের
চাহিদা
থাকায়
এই
চাষে
সরকার
ভর্তুকি
দিচ্ছে।
জানান,
নতুন
বছরের
শুরুতেই
গোলাপের
চাহিদা
ব্যাপক
বেড়ে
যায়। এবার ফেব্রুয়ারিতে গোলাপ দিবস, স্বরস্বতী পুজো এবং আর ভ্যালেনটাইন দিবস পরপর হওয়ায় গোলাপের চাহিদা আরও বেশি বেড়েছে। উদ্যানপালন
দপ্তর
জানিয়েছে,
জেলায়
ফুলের
চাহিদা
থাকায়
এই
চাষে
সরকার
ভর্তুকি
দিচ্ছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গোলাপ চাষে চাষিদের উৎসাহিত করা হচ্ছে।কালিয়াগঞ্জের ফুল ব্যবসায়ী তথা গোলাপ চাষি দুলাল সরকার বলেন, স্থানীয় আবহাওয়ায় ডাচ গোলাপের ফলন ভালো হচ্ছে না। ডাচ
গোলাপের
চাহিদা
ব্যাপক
থাকায়
বেঙ্গালুরু
থেকে
দুই
হাজার
গোলাপ
এনেছি। এই গোলাপের চাহিদা ভালো থাকায় বেঙ্গালুরু থেকে ব্যবসায়ীরা নিয়ে এসেছেন।
গোলাপের
চাহিদা
ব্যাপক
থাকায়
বেঙ্গালুরু
থেকে
দুই
হাজার
গোলাপ
এনেছি। এই গোলাপের চাহিদা ভালো থাকায় বেঙ্গালুরু থেকে ব্যবসায়ীরা নিয়ে এসেছেন।
লোকাল
ডাচ
গোলাপ
১২
টাকা
পিস
হিসেবে
বিক্রি
হচ্ছে। কিন্তু বেঙ্গালুরু থেকে আনা ডাচ গোলাপের পাইকারি দাম ১৮ টাকা। তবে
রোজ
ডে
উপলক্ষে
এক
একটি
ত্রিশ
টাকায়
বিক্রি
হচ্ছে। আকারে ছোট গোলাপের চাহিদাও বেশ ভালো রয়েছে।
ডাচ
গোলাপ
১২
টাকা
পিস
হিসেবে
বিক্রি
হচ্ছে। কিন্তু বেঙ্গালুরু থেকে আনা ডাচ গোলাপের পাইকারি দাম ১৮ টাকা। তবে
রোজ
ডে
উপলক্ষে
এক
একটি
ত্রিশ
টাকায়
বিক্রি
হচ্ছে। আকারে ছোট গোলাপের চাহিদাও বেশ ভালো রয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});