December 22, 2024

মোদির বাজেট ভোটের স্লোগান বলা হলেও কালিয়াগঞ্জ–বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ বিষ বাও জলে?

1 min read
তপন চক্রবর্তী–,উত্তর দিনাজপুর–মোদির অন্তর্বর্তী বাজেটকে ভোটের স্লোগান নামক বাজেট আখ্যা কেও কেও দিলেও উত্তর দিনাজপুর  ও দক্ষিণ দিনাজপুরের মানুষ এই বাজেটে চরম অখুশি।তাদের বক্তব্য বিগত ১৫বছরেরও বেশি সময় ধরে কালিয়াগঞ্জ–বুনিয়াদপুর অনুমোদিত গুরুত্বপুর্ন রেল প্রকল্পের কাজ যে সরকার ফেলে রেখে দেয়,সাধারণ মানুষের যোগাযোগের সামান্যতম সুযোগ সুবিধা করে দিতে পারেনা,সেই বাজেটকে কোন ভাবেই জনমুখী  বাজেটে  বলতে রাজি নয় দুই দিনাজপুরের লক্ষ লক্ষ মানুষ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি তথা রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন এই বাজেটে গ্রামের কৃষকদের নিয়ে রাজ্য বাজেট ও কেন্দ্রের বাজেটে কে কত টাকা বছরে তাদের ব্যাঙ্ক একাউন্টে ফেলতে পারে গ্রামের মানুষদের ভোট নেবার জন্য তার প্ৰর্তিযোগীতার বাজেট হয়ে দাড়িয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

গ্রামের কৃষকদের ভোট লুট করার বাজেট বলেই তিনি মনে করেন।এই বাজেটে কেন কাজ শুরু হওয়া রেল প্রকল্প কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের জন্য কোন অর্থ বরাদ্দ নেই?কেন এই রেল প্রকল্পের কাজ দ্রুত গতিতে শুরু করা হচ্ছেনা তার জবাব কে দেবে? সিপিআইএম এর উত্তর দিনাজপুর জেলার সম্পাদক অপূর্ব পাল বাজেট সম্পর্কে বলেন গ্রামের মানুষদের নির্বাচনী ভাওতা ছাড়া এই বাজেটে কিছুই নেই।উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার মানুষেরা রেল যোগাযোগের জন্য দীর্ঘ দিন ধরে পরে থাকা কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ শুরু করবার দাবির সাথেসাথে রাধিকাপুর-কলকাতা গামী সকালে একটি ট্রেন দেবার দাবি বারবার জানালেও মোদি সরকার ইচ্ছাকৃত ভাবে দুটি ব্যাপারেই মুখ বুজে রয়েছে।আগামী নির্বাচনে এর জবাব ব্যালটেই দেবে বলে জানান।দক্ষিণ দিনাজপুর জেলার সিপিআই এম নেতা গৌতম গোস্বামী বলেন বিজেপি সরকার  উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার মানুষদের উন্নয়নে বিগত সাড়ে চার বছরে কোন কাজ করেনি।আমরা দুই জেলা বাসী বার বার পরে থাকা রেল প্রকল্পের কাজ শুরু করবার জন্য এবং আরো নতুন ট্রেন দেবার কথা বললেও কোন কাজ দুই জেলার বাসীদের জন্য কিছু করেনি।
তাই মানুষ মোদি সরকারের কাজে সাধারণ মানুষ অসন্তুষ্ট।কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সাহা বলেন এই বাজেটে ব্যবসায়ীদের জন্য কোন সুবিধা দেওয়া হয়নি।শুধু তাই নয় গত ১৫ বছর ধরে কালিয়াগঞ্জ–বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ বন্ধ করে রেখেছে এই সরকারের রেল দপ্তর। যার প্রভাব নির্বাচনে অবশ্যই পড়বে।কালিয়াগঞ্জের বিশিষ্ট সিপিআইএম নেতা ভারতেন্দ্র চৌধুরী(মাধব)বাজেট সম্পর্কে বলতে গিয়ে বলেন কেন্দ্রীয় বাজেটে ব্যবসায়ী মহলের সাথে সাথে অসংখ্য সাধারন মানুষ ক্ষুব্ধ।পিছিয়ে থাকা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ যোগাযোগের দিক থেকে অনেক পিছিয়ে পরে আছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

অথচ যোগাযোগের উন্নয়নে এই বাজেটে কোন উল্লেখ নেই।কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ শেষ করা হলে উত্তর পূর্বাঞ্চলের সাথে পিছিয়ে পড়া দুই জেলার রেল যোগাযোগ ঘটতে পারতো ।বালুরঘাট থেকে ভায়া কালিয়াগঞ্জ হয়ে রেল যাত্রীরা ।সরাসরি উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে যাতায়াত করতে পারতো।কিন্তূ মোদি সরকারের এ ব্যাপারে কোন রকম নজর নেই।শুধু ধর্মের সুরসুরি দিয়ে ভোটে জেতা সম্ভব নয়।
মানুষ এখন সচেতন।ভারতেন্দ্র বাবু জানান  কালিয়াগঞ্জ-বুনিযাদপুর রেল প্রকল্পের কাজ বিজেপি নেতা জোর করে বন্ধ করে দিয়েছে।এখনতো কেন্দ্রে  তাদের সরকার।কোথায় সেই বিজেপি নেতা ?বিজেপি নেতারা কেন বন্ধ হয়ে থাকা রেল প্রকল্পের কাজ শুরু করাতে পারছেন না?,জানা যায় অবিলম্বে কালিয়াগঞ্জ,–,বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ শুরু না করলে দুই জেলার বেশ কিছু স্থানে ভোট বয়কটের সম্ভাবনা প্রবল বলেই মনে করা হচ্ছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *