December 22, 2024

গঙ্গারামপুর দিবারাত্রি ক্রিকেটে চ্যাম্পিযান কালিয়াগঞ্জ প্রতিকার কস্কো ক্লাব

1 min read
তপন চক্রবর্তী(উত্তর দিনাজপুর)–শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সাংষ্কৃতিক সংসদের পরিচালনায় বৃন্দাবন পাবলিক স্কুল মাঠে দিবারাত্রি ক্রিকেট খেলায় চ্যাম্পিয়নের মর্যাদা পেলো কালিয়াগগঞ্জ প্রতিকার কস্কো ক্লাব।১৬দলীয় ক্রিকেট খেলায় কালিয়াগঞ্জ প্রতিকার কস্কো ক্লাব গঙ্গারামপুর ডিসকভারি ফোরামকে ৯বলে ৩রানে হারিয়ে দেয়।গঙ্গারামপুর ডিসকভারি ফোরাম২৮রানে অল আউট হয়।খেলায় ম্যান অফ দি সিরিজ হয় কালিয়াগঞ্জ প্রতিকার ক্লাবের বি কে সিং।বি কে সিংকে পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি হিরোহুন্ডা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কালিয়াগঞ্জ প্রতিকার কস্কো ক্লাবের সম্পাদক সুমিত কুমার দত্ত বলেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিযান হওয়ার সুবাদে কালিয়াগঞ্জ প্রতীকার কস্কো ক্লাবকে ক্রিকেট টুর্নামেন্টের পক্ষ থেকে খেলার প্রাইজ মানি হিসাবে দেওয়া হয় একলক্ষ কুড়ি হাজার টাকা এবং রানার্স দল গঙ্গারামপুর ডিসকভারি ফোরামকে আশি হাজার টাকা।শনিবার গঙ্গারামপুরে ক্রিকেট খেলাকে ঘিরে ছিল চরম উন্মাদনা।খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *