উত্তর দিনাজপুর জেলা আদিবাসী নৃত্য প্রতিযোগিতা দিয়ে শুরু হলো বসন্ত উৎসবের আগোমন।
1 min read
জয়ন্ত বোস, বর্তমানের কথা সাঁওতালরা বিশ্বাস করে, নৃত্য ঐশ্বরিক দান। দেবতাদের সহায়তায়ই তা মানবসমাজে বিস্তার লাভ করেছে। চলছে মাদল-ঢোলের বাদ্য। তালে তালে নাচছেন একদল নারী। পায়ে নূপুর জড়ানো।
খোঁপায় ঝুলছে নানা রঙের ফুল। কণ্ঠ আকাশে তুলে হাত ধরাধরি করে নাচছেন তাঁরা সাউন্ড সিস্টেমে আদিবাসী সঙ্গীত পরিবেশনের সাথে আর গানের কথা “আতো গাতি কুরি কোড়া, মায়া জালাং ছাড়া কিদেই,ইনদ ভেদ কান বোঙ্গা দেউড়ে “…. । বসন্ত ঋতু আসলেই গাছে গাছে নতুন ফুলের সমারোহ প্রকৃতি প্রিয় মানুষের দৃষ্টি কাড়ে।
শিমুল, পলাশে শোভায় প্রকৃতি নিজেকে নতুন রূপে প্রকাশ করে। আদিবাসী সাঁওতালরাও বসন্তকে বরণ করে নেয় তাদের নিজস্ব ঐতিহ্য দিয়ে। এসময় সাঁওতাল তরুনীরা নতুন নতুন ফুল তাদের খোঁপায় গেঁথে আনন্দে নাচে-গানে মেতে ওঠে।
আর তাদের আনন্দ কে সমাজে সকলের কাছে প্রস্ফুটিত করে তুলতে আদিবাসীদের নিয়ে ঐতিহ্যবাহী সাঁওতালি নৃত্যের আয়োজন আয়োজিত হলো উত্তর দিনাজপুর জেলা পুলিশের উদ্যেগে কালিয়াগঞ্জ থানার পরিচালনায় আজ বৈকালে কালিয়াগঞ্জ পৌরসভার অন্তর্গত ৬ নং ওয়ার্ডে রসিদপুর স্টেডিয়াম ময়দানে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনুষ্ঠানে স্টেডিয়াম ময়দানে পরিপূর্ণ দর্শকদের সামনে কালিয়াগঞ্জ ও হেমতাবাদ থানার অন্তর্গত মোট ১২ টি সাঁওতালি নৃত্য দলের মধ্যে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।
উত্তর দিনাজপুর জেলা পুলিশের ডিএনটি ডিএসপি এই সাঁওতালি নৃত্য প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায় সকল পুলিশ আধিকারিকদের সাথে করে সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক পাল , উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য দধিমোহন দেবশর্মা, মামেনা বেগম, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার এবং সকল পৌর কাউন্সিলরগন।
বিচারকগন ময়দানে অনুষ্ঠিত সবকটি নৃত্য দলের নৃত্য পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করা নৃত্য দলের নাম ঘোষণা করেন এবং সকল নৃত্য দলকেই পুরষ্কার বিতরণ করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সাঁওতালিদের এমন অনুষ্ঠানে তাদের দলগত নৃত্য পরিবেশন দেখে সকল স্তরের উপস্থিত সকলেই আনন্দ পেয়েছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বসন্ত উৎসবের প্রাক্কালে আরো এক বসন্ত উৎসব আজ মেঘলা আবহাওয়ায় উপভোগ সকলেই করেছেন। পুলিশ প্রশাসনের এই নব উদ্দ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});