December 23, 2024

আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস শুধু বিজেপি নয় সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধেও লড়াই করবে বলে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন

1 min read
আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস  শুধু বিজেপি নয় সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধেও লড়াই করবে বলে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। নদীয়ার হরিণঘাটা এবং কল্যাণীতে তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের কর্মীদের নিয়ে আজ দুটি সম্মেলনের উদ্বোধন করে সাংবাদিকদের পার্থ বাবু বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে সেই বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে হবে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 কোথাও কোনো অভিযোগ থাকলে তার সমাধান করতে হবে। বিরোধীদের কুৎসার জবাব দিতে বুথ স্তরের কর্মীদের সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানানো হয়েছে বলে মহাসচিব জানান। নদীয়ার কৃষ্ণগঞ্জে দলের বিধায়ক এবং চাকদায় যুব তৃনমূলের নেতা খুনের ঘটনার উল্লেখ করে পার্থ বাবু অভিযোগ করেন যে, বিজেপি খুনের রাজনীতি করে তৃনমুল কংগ্রেসকে শেষ করতে পারবে না। তেমনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দমাতে পারবে না। বিজেপি নেতা মুকুল রায়ের নাম না করে পার্থবাবু বলেন, যে দলে কাচড়া থাকবে সেখানে খুন খারাপি ছাড়া আর কী হবে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

6 thoughts on “আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস শুধু বিজেপি নয় সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধেও লড়াই করবে বলে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন

  1. generic cialis for sale ЩѓЩЂШ§Щ† Ш·ЩЂШ§ШєЩЂЩ€Ш±Щ…Щ†Ш° Ш·ЩЃЩ€Щ„ШЄЩ‡ Щ…Щ€Щ„Ш№Ш§Щ‹ ШЁШ§Щ„Щ‚Ш±Ш§ШЎШ© Щ€ЩЉЩЂЩ‚ЩЂЩ€Щ„ Щ‚Ш±ШЈШЄ ЩЃЩЉ Ш·ЩЃЩ€Щ„ШЄЩЉ ЩѓЩ„ ЩѓШЄШ§ШЁ Щ€Щ‚Ш№ ШЁЩЉЩ† ЩЉШЇЩЉЩ‘ Щ…Щ† Ш§Щ„ШєЩ„Ш§ЩЃ ШҐЩ„Щ‰ Ш§Щ„ШєЩ„Ш§ЩЃ Щ€ШіШ§Ш№ШЇЩ‡ Щ…Щ†Ш§Ш® Ш§Щ„ШЈШіШ±Ш© Ш№Щ„Щ‰ ШҐШЁШ±Ш§ШІ Ш№ШЁЩ‚Ш±ЩЉШЄЩ‡ ЩЃЩЉ ЩѓШ§ЩЃШ© Ш§Щ„Щ…Ш¬Ш§Щ„Ш§ШЄ Ш§Щ„Щ…ШіШ±Ш­ Щ€Ш§Щ„ШґШ№Ш± Щ€Ш§Щ„Ш±ШіЩ… Щ€Ш§Щ„ШіЩЉШ§ШіШ© Щ€Ш§Щ„ШєЩЂЩ†Ш§ШЎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *