December 22, 2024

বিদ্যালয়ের শিক্ষকদের প্রাইভেট পড়ানোর বিরুদ্ধে প্রাইভেট টিউটররা আন্দোলনের পথে

1 min read
তপন চক্রবর্তী—উত্তর দিনাজপুর–শিক্ষা দপ্তরের  নির্দেশিকা থাকা স্বত্বেও অধিকাংশ বিদ্যালয়ের শিক্ষকরা নির্দেশিকাকে তোয়াক্কা না করে বাড়ীতে টিউশনি করে যাওয়ার বিরুদ্ধে লাগাতার আন্দোলনে নামতে চলেছে গৃহশিক্ষকরা।রবিবার এক সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিল পশ্চিমবঙ্গ  প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার এসোসিযেশন,কালিয়াগঞ্জ শাখা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সংস্থার সম্পাদক দীপক দাস সাংবাদিকদের বলেন সরকার থেকে বিদ্যালয়ের শিক্ষকদের প্রাইভেট টিউশনির উপর নিষেধাক্কা থাকলেও বিদ্যালয়ের শিক্ষকরা তার কোনরকম তোয়াক্কা না করে গৃহে শিক্ষকতা করে চলেছে যা সম্পূর্ণরূপে বেআইনি।তাই আমরা কালিয়াগঞ্জের প্রাইভেট টিউটিররা প্রশাসনকে ৭দিন সময় দিচ্ছি এর মধ্যে প্রশাসন যদি কোন ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমরা প্রশাসনের দপ্তরের সামনে গন অবস্থান করতে বাধ্য হবেন  বলে সম্পাদক দীপক দাস জানান ।তিনি বলেন শিক্ষা দপ্তরের জেলার ডি আই সব কিছু জেনেও তার দপ্তর থেকে কোন রকম ব্যবস্থা গ্রহণ তিনি করেন নি।আমরা তাকে জানিয়ে দিতে চাই অবিলম্বে প্রাইভেট টিউশন করা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে ডি আই অফিসেও আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে বলে জানান।আজকের সাংবাদিক সম্মেলনে আনুমানিক ৫০জন গৃহ শিক্ষক উপস্থিত ছিলেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *