নির্বাচনের বিধি সম্পর্কে অবহিত করতে সাংবাদিকদের নিয়ে কর্মশালা
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কর্নজোড়ার মাল্টিপারপাস হলে এম সি এম সি সেল ও সাংবাদিকদের নিয়ে এক দিনের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের নির্বাচনী বিধি নিষেধ সম্পর্কে আলোচনা হয়।কর্মশালায় উত্তর দিনাজপুর জেলার এ ডি এম (এল আর ) লোকসভা নির্বাচনের নির্বাচনী বিধি নিষেধ সম্পর্কে আলোচনা করেন।সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন এই জেলার সাংবাদিক বন্ধুদের সংবাদ পরিবেশন নিয়ে যথেষ্ট সুনাম রয়েছে।তথাপি জেলা প্রশাসন থেকে সাংবাদিকদের র মনে করিয়ে দেবার ক্ষেত্রে আমাদের জেলা প্রশাসনের একটা দায় দায়িত্ব থেকেই যায়।উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক(এল আর) কৃষ্ণেন্দু বসাক বলেন নির্বাচনকে সাফল্যের দৌড় গোড়ায় নিয়ে যেতে হলে সাংবাদিকদের সাহায্য অপরিহার্য।
নির্বাচনের নির্ঘন্ট জারি হবার সাথে সাথে সংবাদের নানা ধরনের বাছ বিচারের একটা অলিখিত বিধি নিষেধ এসে যায়।
সাংবাদিকদের সেই দিকে সুষ্ঠ নির্বাচনের স্বার্থে সজাগ দৃষ্টি অবশ্যই থাকে এবং আগামীতেও থাকবে বলে আমার বিশ্বাস।উত্তর দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক রানা দেবদাস সাংবাদিকদের স্লাইডের সাহায্যে নির্বাচনী বিধিনিষেধ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন।
জানা যায় আসন্ন লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অধীন৩৫০টির মত স্পর্শ কাতর বুথ আছে।সেই সব বুথে যথাযথ গুরুত্ব সহকারে প্রশাসন নজর রাখবে বলে আলোচনা হয়।উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র অতিরিক্ত জেলা শাসক(এল আর)কে বলেন সাংবাদিক বন্ধুদের সরকারি কর্মচারীদের মত ভোট দেবার ব্যবস্থা করা যায় তাহলে নির্বাচনে প্রচন্ড বাস্ততার মধ্যে নিজের ভোটটি আগেই যদি দুটি পারে তাহলে সুবিধা হয়।অতিরিক্ত জেলা শাসক ব্যাপারটি নির্বাচন কমিশনকে জানানোর ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।
কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডি পি আর ডি ও অতনু মন্ডল। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার একটি জেলা স্তরে এম সি এম সি মিডিয়া সেল তৈরি করা হয় যেখানে আকাশবাণী ও দুরদর্শনের প্রতিনিধি হিসেবে উত্তর দিনাজপুর জেলার আকাশবাণী ও দুরদর্শনের সাংবাদিক তন্ময় চক্রবর্তীকে সদস্য হিসেবে রাখা হয় বলে তথ্য ও সংস্কৃতি আধিকারিক রানা দেবদাস জানান।