December 23, 2024

দীর্ঘ এক মাস রোগ ভোগের পর চিকিৎসা চলা কালীন মারা গেলেন চোপড়ার বর্ষীয়ান সাংবাদিক সুবল গোপ এর স্ত্রী

1 min read
সংবাদ দাতা চোপড়া ৯ মার্চ ।দীর্ঘ এক মাস রোগ ভোগের পর চিকিৎসা চলা কালীন মারা গেলেন চোপড়ার বর্ষীয়ান সাংবাদিক সুবল গোপ এর স্ত্রী — লক্ষি রানী গোপ ।
 মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৪ বছর ।শুক্রবার ভোর রাত্রে তিনি নিজ বাড়িতে মারা যান । ওইদিন দুপুর  একটায় বেরং ব্রিজ স্বশান ঘাটে তার অন্তেষ্টি সম্পন্ন হয় । মৃত্যু কালে তিনি রেখে যান , ৩ ছেলে ,ও ১ মেয়ে । তার মৃত্যুতে গভীর শোকাহত   তার পরিবার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *