December 22, 2024

কালিয়াগঞ্জ হাসপাতালের পারফরমেন্স উচ্চ শিখরে নিয়ে যাব একথা বলেন উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ কুমার মৃধা।

1 min read


তন্ময়  চক্রবত্তী ঃ– কালিয়াগঞ্জ হাসপাতালের বিপুল পরিবতন 
হয়েছে বলব না ,পরিবতন হচ্ছে বলবগতকাল রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ হাসপাতালের চত্বরে কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যগে আয়োজিত উচ্চ বাতি স্তম্ভ আলো গ্রীন সিটি মিশনের ৫০ লক্ষ্য টাকা ব্যয়ে নির্মিত সোন্দর্যায়নের শিলান্যাস অনুষ্ঠানে এসে একথা বলেন উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ কুমার মৃধাতিনি বলেন কালিয়াগঞ্জ হাসপাতাল 
এখন আগের থেকে অনেক ভালো হয়েছেতবে ভালোর শেষ নেইএর থেকেও আরো অনেক ভালো করা যায়তিনি বলেন বর্তমানে কালিয়াগঞ্জ তিনটি করে সিজার হচ্ছেযা একটা ভালো উদ্যগেমুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল 
হাসপাতাল এর ৬০ বেডের হাসপাতাল কে ২৫০ বেডের হাসপাতাল করতে হলে হাসপাতালের
পারফরমেন্স আরো ভালো করতে হবে ।তিনি বলেন কালিয়াগঞ্জ


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

হাসপাতালের পারফরমেন্স এমন একটা
উচ্চ শিখরে নিয়ে যাব যেখানে রাজ্য স্বাস্থ্য দপ্তর এর কাছে কিছু চাওয়ার আগেই নতুন কিছু
তারা দিয়ে দিবে।তিনি বলেন কালিয়াগঞ্জ হাসপাতাল ধীরে ধীরে বড় হাসপাতালের দিকে এগোচ্ছে।।এখ ন
অনেক অপারেশন হচ্ছে।এখন রক্তের সঙ্কট দেখা দিলে রায়গঞ্জ ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত এনে
করতে হচ্ছে।আগামী দিনে যাতে কালিয়াগঞ্জে এ কটি ব্লাড ব্যাংক করা যায় তার জন্য আপ্রাণ
চেষ্টা চলছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *