শাসক দলের তীব্র সমালোচনা করে বিজেপির রাজ্য মহিলা মোর্চার সহ সভাপতি শিখা চ্যাটার্জী
1 min read
দেবব্রত চক্রবর্তী। ইসলামপুর: স্কুল পড়ুয়ারা কেন রাজনীতির শিকার হবে, কেন অন্যায় ভাবে নির্দোষ স্কুল পড়ুয়াদের লক্ষ্য করে গুলি চালানো হবে, এ ধরনের একাধিক প্রশ্নের উত্তর খুঁজে পেতে বিজেপির মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্যরা এলেন ইসলামপুরে। ইসলামপুর মহকুমা হাসপাতাল চোপড়ার একটি ঘটনায় প্রিয়াঙ্কা সিংহ নামে ওই গুলিবিদ্ধ ছাত্রীকে দেখতে আসার পাশাপাশি ওই পড়ুয়ার মুখে শুনলেন গুলিবিদ্ধ হবার ঘটনা।সমস্ত ঘটনা শুনে শাসক দলের তীব্র সমালোচনা করে রাজ্য মহিলা মোর্চার সহ সভাপতি শিখা চ্যাটার্জী জানান, তাদের এই ঘটনার পরও কোন প্রতিবাদের জায়গা নেই। সব জায়গাই বন্ধ করে রেখেছেন শাসক দল । তবে এই বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে জানাবেন বলে জানান তিনি। এদিন মহিলা মোর্চার দলে ছিলেন জেলা পর্যবেক্ষক শিখা মৈত্র,জেলা সম্পাদক গায়ত্রী মাহাতো সহ প্রায় কুড়ি জন সদস্য। এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে রীতিমতন ফেটে পড়েন তারা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য,চোপড়ার কুমারটোল গ্রামে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ বাধে। দু’পক্ষের মধ্যে মারামারি গোলাগুলি বোমাবাজি হয় বলে অভিযোগ। প্রিয়াংকা সিংহ নামে ওই পড়ুয়া সেই সময় সেখান দিয়ে বান্ধবীর বাড়ি যাচ্ছিল। হঠাৎই তার পাতে গুলি লাগে। তড়িঘড়ি গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয় বাসিন্দারা দোলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। বিজেপির অভিযোগ, তৃনমূল কংগ্রেস সমর্থকদের গুলিতে সে আহত হয়েছে। তৃনমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তৃনমূলের অভিযোগ, তাদের দলীয় পতকা ছিঁড়ে ফেলে বিজেপি।তাতে বাধা দিতে গেলেই তারা গুলি বোমা ছোড়ে। এলাকায় উত্তেজনা রয়েছে।পুলিশ ঘটনাস্থলে পৌছেছে।গুলিবিদ্ধ কিশোরীর বর্তমানে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});