ব্রিটিশ কাউন্সিল ও প্রিমিয়ার স্কিলস ইন্ডিযার যৌথ উদ্যোগে রায়গঞ্জে ফুটবল কোচ প্রশিক্ষন শিবির
1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে আগামী ১৬ইমার্চ থেকে ১৭ই মার্চ দুই দিন ধরে ফুটবল কোচদের নিয়ে প্রশিক্ষণ শিবির শুরু হতে চলেছে।।রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ এক সাক্ষাৎকারে জানান ব্রিটিশ কাউন্সিল ও প্রিমিয়ার স্কিলস ইন্ডিয়ার যৌথ উদ্যোগে ফুটবল কোচদের উন্নত মানের ফুটবল কোচিং দেওয়া হবে।
উন্নতমানের কোচিং পাবার পর প্রশিক্ষণ প্রাপ্ত কোচরা বিভিন্ন স্থানে ফুটবল কোচ দেবেন বলে জানালেন।জানা যায় দুই দিনের এই ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রে কোচদের প্রশিক্ষণ দেবেন ব্রিটিশ কাউন্সিল ও প্রিমিয়ার স্কিল ইন্ডিয়ার পক্ষ থেকে বিশিষ্ট ফুটবল কোচ কুন্তলা ঘোষ দস্তিদার ও মধুসূদন মজুমদার আগামী ১৬ই মার্চ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ টাউন ক্লাবে আসছেন।বিশিষ্ট ফুটবল কোচ মধুসূদন মজুমদারের সাথে টেলিফোনে কথা বলে জানা যায় ফুটবল কোচদের প্রশিক্ষণে এক একদিন ২৪জন করে কোচদের প্রশিক্ষণ দেওয়া হবে।উত্তর দিনাজপুর জেলায় দুই দিনে মোট ৪৮ জন বিশিষ্ট ফুটবল কোচদের কোচিং দেবার ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়।