December 22, 2024

ভারত-বাংলা দেশ সীমান্তের মকরহাট এলাকার ছেলে মেয়েদের খেলাধুলার উন্নয়নের শ্বার্থে সীমান্ত সুরক্ষা বাহিনীর খেলাধুলার সামগ্রী প্রদান

1 min read
তপন চক্রবর্তী-প্রিয়া গুপ্তা ,শঙ্কর গুপ্তা-,কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মকরহাট এলাকার ছেলেমেয়েদের খেলা ধুলার উন্নয়নে শ্বার্থে ১৬৭নম্বর সীমান্ত সুরক্ষা বাহিনী এলাকার ৫টি ক্লাব,৩টি উচ্চ বিদ্যালয় ও অঙ্গনওয়ারী কেন্দ্রের ছেলে মেয়েদের জন্য বিভিন্ন ধরনের খেলা ধুলার সামগ্রী প্রদান করে।ভারত-বাংলাদেশ সীমান্তের মকরহাট ১৬৭নম্বর ব্যাটেলিয়ানের ক্যাম্প অফিসে এক বিশাল অনুষ্ঠানের মাধ্যমে এই খেলার সামগ্রী গুলি বিভিন্ন ক্লাব  ও বিদ্যালয়ের কর্মকর্তাদের হাতে এই সব খেলাধুলার সামগ্রী তুলে দেন ১৬৭ নম্বর বিএস এফ ব্যাটেলিয়ানের দ্বিতীয় কম্যান্ড আধিকারিক ও কার্য বাহক আধিকারিক অরুন কুমার।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 অরুন কুমার উপস্থিত গ্রাম বাসীদের উদ্দেশ্যে বলেন সীমান্ত এলাকায় সাধারণ মানুষেরা অত্যন্ত দরিদ্র।তাই দরিদ্র ঘরের ক্লাবের ও বিদ্যালয়ের ছেলেমেয়েরা যাতে খেলাধুলার সামগ্রীর অভাবে খেলা ধুলায় কোন ভাবে পিছিয়ে না থাকে তার জন্য সব রকম সাহায্য তাদের দেওয়া হবে।গ্রামের অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা প্রতিনিয়ত খেলা ধুলা করে জেলা,রাজ্য ও জাতীয় স্তরে গিয়ে খেলতে পারে তার জন্য কগেলাধুলায় অংশগ্রহণ করতে হবে।
সীমান্তের ছেলে মেয়েদের খেলাধুলার উন্নয়নে তারা সব রকম সাহায্য করতে  প্রস্তুত।বৃহস্পতিবার মকরহাটে এক সাক্ষাৎকারে বিএসএফ অপর আধিকারিক অশোক মেল বলেন মালন যুবসঙ্ঘ,দড়িমানপুর বিপ্লব সংঘ,বীরনগর ভগতসিংহ ক্লাব,দড়িমানপুরের সূর্য সেন স্মৃতি সংঘ, চইনগরের কল্যাণ যুব ক্লাবকে ভলিবল, ফুটবল,জার্সি, ব্যাডমিন্টনের নেট,রাকেট ও ফেদার প্রদান করে।সীমান্ত এলাকায় তিনটি বিদ্যালয় যথাক্রমে দড়ি মান পুর উচ্চ বিদ্যালয়,মালন জুনিয়ার হাই স্কুল ও বীর নগর বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্যও ভলিবল,ফুটবল,ব্যাড মিন্টনের সমস্ত সামগ্রী প্রদান করা হয়।এছাড়াও সীমান্তের অঙ্গনওয়ারী কেন্দ্রের ছোট ছোট ছেলেমেয়েদের জন্য বেশ কয়েকটি করে স্টিলের দোলনা তুলে দেওয়া হয়।খেলার সামগ্রী প্রদান অনুষ্ঠসনে বিএসএফ আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যাম কুমার,আশীষ রঞ্জন ও ইন্টেলিজেন্ট শাখার পরিদর্শক সঞ্জয় কুমার।অনুষ্ঠানে ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত মকরহাট এলাকার কয়েক হাজার বাসিন্দা এই অনুষ্ঠানে উপস্থিত হন।বিএসএফ জওয়ানদের এই ধরনের সমাজসেবা মূলক কাজের জন্য প্রত্যেকেই বিএসএফ আধিকারিকদের অভিনন্দন জানায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

[3/14, 2:53 PM] Baba: ভারত-বাংলা দেশ সীমান্তের মকরহাট এলাকার ছেলে মেয়েদের খেলাধুলার উন্নয়নের শ্বার্থে সীমান্ত সুরক্ষা বাহিনীর খেলাধুলার সামগ্রী প্রদান—বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মকরহাট এলাকার ছেলেমেয়েদের খেলা ধুলার উন্নয়নে শ্বার্থে ১৬৭নম্বর সীমান্ত সুরক্ষা বাহিনী এলাকার ৫টি ক্লাব,৩টি উচ্চ বিদ্যালয় ও অঙ্গনওয়ারী কেন্দ্রের ছেলে মেয়েদের জন্য বিভিন্ন ধরনের খেলা ধুলার সামগ্রী প্রদান করে।ভারত-বাংলাদেশ সীমান্তের মকরহাট ১৬৭নম্বর ব্যাটেলিয়ানের ক্যাম্প অফিসে এক বিশাল অনুষ্ঠানের মাধ্যমে এই খেলার সামগ্রী গুলি বিভিন্ন ক্লাব  ও বিদ্যালয়ের কর্মকর্তাদের হাতে এই সব খেলাধুলার সামগ্রী তুলে দেন ১৬৭ নম্বর বিএস এফ ব্যাটেলিয়ানের দ্বিতীয় কম্যান্ড আধিকারিক ও কার্য বাহক আধিকারিক অরুন কুমার।

 অরুন কুমার উপস্থিত গ্রাম বাসীদের উদ্দেশ্যে বলেন সীমান্ত এলাকায় সাধারণ মানুষেরা অত্যন্ত দরিদ্র।তাই দরিদ্র ঘরের ক্লাবের ও বিদ্যালয়ের ছেলেমেয়েরা যাতে খেলাধুলার সামগ্রীর অভাবে খেলা ধুলায় কোন ভাবে পিছিয়ে না থাকে তার জন্য সব রকম সাহায্য তাদের দেওয়া হবে।আমরা সেই কারণে এগিয়ে এসেছি।গ্রামের অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা প্রতিনিয়ত খেলা ধুলা করে জেলা,রাজ্য ও জাতীয় স্তরে গিয়ে খেলতে পারে তার জন্য খেলা ধুলায় নিয়মিত অংশগ্রহণ করতে হবে বলে অরুন কুমার জানান।

সীমান্তের ছেলে মেয়েদের খেলাধুলার উন্নয়নে তারা সব রকম সাহায্য করতে  প্রস্তুত।বৃহস্পতিবার মকরহাটে এক সাক্ষাৎকারে বিএসএফ অপর আধিকারিক অশোক মেল বলেন মালন যুবসঙ্ঘ,দড়িমানপুর বিপ্লব সংঘ,বীরনগর ভগতসিংহ ক্লাব,দড়িমানপুরের সূর্য সেন স্মৃতি সংঘ, চইনগরের কল্যাণ যুব ক্লাবকে ভলিবল, ফুটবল,জার্সি, ব্যাডমিন্টনের নেট,রাকেট ও ফেদার প্রদান করে।সীমান্ত এলাকায় তিনটি বিদ্যালয় যথাক্রমে দড়ি মান পুর উচ্চ বিদ্যালয়,মালন জুনিয়ার হাই স্কুল ও বীর নগর বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্যও ভলিবল,ফুটবল,ব্যাড মিন্টনের সমস্ত সামগ্রী প্রদান করা হয়।এছাড়াও সীমান্তের অঙ্গনওয়ারী কেন্দ্রের ছোট ছোট ছেলেমেয়েদের জন্য বেশ কয়েকটি করে স্টিলের দোলনা তুলে দেওয়া হয়।খেলার সামগ্রী প্রদান অনুষ্ঠসনে বিএসএফ আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যাম কুমার,আশীষ রঞ্জন ও ইন্টেলিজেন্ট শাখার পরিদর্শক সঞ্জয় কুমার।অনুষ্ঠানে ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত মকরহাট এলাকার কয়েক হাজার বাসিন্দা এই অনুষ্ঠানে উপস্থিত হন।বিএসএফ জওয়ানদের এই ধরনের সমাজসেবা মূলক কাজের জন্য প্রত্যেকেই বিএসএফ আধিকারিকদের অভিনন্দন জানায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *