December 22, 2024

লাইসেন্স বিহীন ট্রাক্টর এর দাপটে নাজেহাল কালিয়াগঞ্জ এর মানুষ ।

1 min read

জয়ন্ত বোস (বর্তমানের কথা)  :উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে প্রতিনিয়ত বেড়ে চলেছে লাইসেন্স বিহীন ট্রাক্টর চালকদের দাদাগিরি।যার ফলে প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি সাধারণ মানুষ।উল্লেখ্য কালিয়াগঞ্জ শহরের সংলগ্ন বিভিন্ন ইট ভাটাগুলি ইট তৈরীর লক্ষ্যে আশপাশের বিভিন্ন জায়গা থেকে ট্রাক্টর করে সারাদিন ধরে ইট সরবরাহ করে চলেছে। কিন্তু কালিয়াগঞ্জ পৌর শহরের সব চাইতে ব্যস্ততম অঞ্চল ধনকোল মোড় যেখানে ১০এ রাজ্য সড়কের সাথে একদিকে ডালিমগা , রাধিকাপুর যাওয়ার রাস্তা তেমনি পুরিয়া মহেশপুর যাওয়া রাস্তার মিলনস্থল। নিত্যদিন এখানে প্রচুর যানচলাচল যার ফলে সমস্যার মুখোমুখি পড়তে হচ্ছে সাধারণ মানুষ সহ যান চালক দের।স্কুল পড়ুয়া ও ছাত্রছাত্রীদের আনাগোনায় উক্ত অঞ্চলটি যে কোনরকম দুর্ঘটনা ওত পেতে থাকে , তারমধ্যে দৈনন্দিন মাটি বহন কারী ট্রাক্টরদের উর্ধশ্বাসে ছোটাছুটির  দাপটে নাজেহাল অবস্থা এই শহরে।একদিকে কত তাড়াতাড়ি প্রচন্ড গতিতে মাটি ট্রাক্টরে লোড নিয়ে ভাটায় আনলোড করে ফিরে আসার কম্পিটিশন নিজেদের মধ্যে তারপরে বেশিরভাগ ট্রাক্টরে ড্রাইভিং লাইসেন্সবিহীন,  অপ্রাপ্তবয়স্ক , প্রশিক্ষণহীন চালকরা যেভাবে ট্রাক্টর নিয়ে ছুটছে তাতে করে যে কোন মুহূর্তে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে এই আশঙ্কা নিত্যদিন সকলের।সাধারণ মানুষের বক্তব্য যদি এই ভাবেই চলতে থাকে তবে খুব শীঘ্রই যে কোন বড়ো দুর্ঘটনার কবলে পড়তে পারে সাধারণ মানুষ।তাই প্রশাসনের উচিত এই ব্যাস্ততম শহর কালিয়াগঞ্জ এর লাইসেন্স বিহীন ট্রাক্টর চালকদের চিহ্নিত করে কডা ব্যাবস্থা নেওয়া ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *