আবারো দুর্ঘটনার হাত থেকে বাঁচলো হরিরামপুর
1 min readমামুন সরকার বর্তমানের কথা:–গত কালরাতে গোপন সূত্রে খবর পেয়ে একটি মারুতি গাড়ী একটি নাইন এমএম পিস্তল সহ দুজন যুবককে আটক করলো হরিরামপুর থানার পুলিশ ।দুজনের বাড়ি বালুরঘাট থানা এলাকায় সম্রাট শুভ্রজিত মন্ডল (২২)বাড়ি বালুরঘাট থানার কদম তলী পার্থ দাস (২৭)বাড়ি ফরিদপুর ।
পুলিশ সূত্রে খবর গতকাল রাতে হরিরামপুর থানার কুন্দুনা মোড় এলাকায় থেকে গোপন সূত্রে খবর পেয়ে আমরা ছুটে যাই তারপর তল্লাশি চালিয়ে একটি মারুতি গাড়ি থেকে পিস্তল ও দুইজন যুবককে আটক করেছি আমরা ।
আমাদের অনুমান যে তারা বড়সড় কিছু ঘটনা ঘটাতো বলে আমাদের ধারণা আজ সকালে তাদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে ।