-হাতির হানায় স্কুলের রান্নাঘর, দেয়াল, ছাত্রীবাস ভাঙ্গলো
1 min readতমাল চক্রবর্তী আলিপুরদুয়ার -হাতির হানায় স্কুলের রান্নাঘর, দেয়াল, ছাত্রীবাস, ভাঙ্গলোগত কাল রাতে ।
বক্সা টাইগার রিজার্ভের উত্তর বিভাগের উত্তর রায়ডাক রেঞ্জের তুরতুরি গ্রাম পঞ্চায়েত এর এক ইংরেজি মাধ্যম স্কুলে গত কাল রাতে জঙ্গল থেকে হাতি বের হয়ে ভাঙ্গচুর চালায় ।আভিযোগ স্কুল কর্তৃপক্ষ থেকে এলাকাবাসির বন দপ্তরের দেখা নেই।।