২৯ তম ফালাকাটা ব্লক ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা শুরু হলো
1 min readতমাল চক্রবর্তী আলিপুরদুয়ার:- ২৯ তম ফালাকাটা ব্লক ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা শুরু হলো ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের নবনগর ২ নং এস পি প্রথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ।
প্রদীপ প্রজ্জলন করে এর সূচনা করেন ফালাকাটা সমষ্টি উন্নয়ন আধিকারিক স্মৃতা সূব্বা, উপস্তিত ছিলেন আলিপুরদুয়ার জেলাপরিসদেড় কর্মাদক্ষ সর্বানি সিনহা, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভপতি সন্ধা বিশ্বাস প্রমুখ । এই প্রতিযোগিতা চলবে আগামী ৬ ফেব্রুয়ারি
পর্যন্ত । এখানে বিভিন্ন বয়সের বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।