নতুন করে প্রকাশিত হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি প্রথম বর্ষের ফল
1 min read কলকাতা বিশ্ববিদ্যালয়
প্রীতম সাঁতরা (বর্তমানের কথা) : নতুন করে প্রকাশিত হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি প্রথম বর্ষের ফল। গত ফলের তুলনায় বেড়েছে ছাত্র-ছাত্রীদের পাশের হার। অয়েবসাইট এবং এসএমেসে ফল জানা গেলেও, শনিবার বিতরণ করা হবে কলেজভিত্তিক গেজেট। এভাবে পুনরায় ফল প্রকাশের ফলে শিক্ষার মান নিয়ে আগেই উঠতে শুরু করেছিল প্রশ্ন। যদিও হঠাৎ করে পুরানো নিয়মের পরিবর্তে নয়া নিয়মের সপক্ষে নয় রাজ্য। এর ফলে যে পড়ুয়াদের অসুবিধা হয়েছে তা মেনেও নিয়েছেন একাংশ। যদিও ছাত্র ছাত্রীদের এ হেন আন্দোলনও মেনে নিতে পারছেন না শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, পুরানো বিধির পরিবর্তে যে ভাবে নয়া বিধি লাগু করা হয়েছিল তা তাঁর মতে গ্রহণযোগ্য নয়। আসন্ন সিন্ডিকেট বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হয়।