পাকিস্তানী গুপ্তচর সংস্থা আইএসআই-কে তথ্যপাচারের অভিযোগে এক বায়ুসেনা আধিকারিককে গ্রেফতার করল দিল্লী পুলিশের স্পেশাল সেল
1 min readবায়ুসেনা আধিকারিক
প্রীতম সাঁতরা (বর্তমানের কথা) : পাকিস্তানী গুপ্তচর সংস্থা আইএসআই-কে তথ্যপাচারের অভিযোগে এক বায়ুসেনা আধিকারিককে গ্রেফতার করল দিল্লী পুলিশের স্পেশাল সেল। ইতিমধ্যে তাঁকে ৫ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলেও অভিযোগ। জানা গিয়েছে ধৃত অরুণ মারওয়াহ দিল্লীতে বায়ুসেনার হেডকোয়ার্টারে গ্রুপ ক্যাপ্টেন পদে কর্মরত ছিলেন। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় আইএসেআইয়ের এক সুন্দরীর ফাঁদে পড়েছিলেন অরুণ মারওয়াহা। তখনই সেনা সংক্রান্ত বিভিন্ন গোপন নথি সোশাল মিডিয়ায় তিনি ফাঁস করছেন বলে অভিযোগ। ক্যাপ্টেনের গতিবিধি দেখে বেশ কিছু দিন ধরেই সন্দেহ হয় তার গতিবিধি দেখে। এরপর তথ্য পাচার করার সন্দেহে ৩১ জানুয়ারি তাঁকে আটক করা হয় বলেও সুত্র মারফত জানা গিয়েছে। তদন্ত চলার পর বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।