সিঙ্গাপুরে কলা চাষের মাধ্যমে কালিয়াগঞ্জ ব্লকের মহিলারা স্বনির্ভর হতে চলেছে
1 min readতপন চক্রবর্তী উত্তরদিনাজপুর উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের পিছিয়ে পড়া হতদরিদ্র পরিবারের মহিলাদের সাবিক উন্নয়নের জন্য অভিনব উদ্যগ গ্রহণ করেছে মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েত। কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েত র প্রধান মিরা মিশ্র বলেন সরকারের মহাত্মা গান্ধী কর্ম নিশ্চয়তা প্রকল্পের মাধ্যমে আমাদের পঞ্চায়েত সিঙ্গাপুরী কলা চাষের মাধ্যমে দুইভাবে গ্রামের উন্নয়ন করতে চলেছে। এই পরিকল্পনার মাধ্যমে গ্রামের মহিলাদের সিঙ্গাপুরই কলা চাষের জন্য উৎসুক মহিলাদের জমি দেওয়া হচ্ছে।সাথে সাথে সিঙ্গাপুরের কলার গাছের চারা মহিলাদের দেওয়া হচ্ছে প্রধান মিরা মিশ্র বলেন যে সমস্ত স্বনির্ভর দলের মহিলারা 10 জনের একটি গ্রুপ করে কলা চাষ করছে তারা সেই কলা চাষের বাগান থেকে উৎপাদিত কলা যদি একশো টাকার বিক্রি করে তাহলে সেই একশো টাকার মধ্যে গ্রাম পঞ্চায়েত পাবে 40 টাকা এবং স্বনির্ভর দল পাবে 60 টাকা। এই ভাবে একদিকে যেমন পঞ্চায়েতের আয় বাড়বে অন্যদিকে আমাদের গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর দলের মহিলারাও আয়ের পথ করে নিতে পারবে।মিরা মিস্র বলেন তারা ইতিমধ্যে ই দুই জায়গায় সিংগাপুরী কলা চাষের বাগান শুরু করে দিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামের যেমন উন্নয়ন সম্ভব তেমনি কর্মসংস্থানের মাধ্যমে গ্রামের পিছিয়ে পড়া মহিলারা আয়ের মুখ দেখতে পারবে বলে তার বিশ্বাস।মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের সাপকালীতে গিয়ে দেখা গেল স্বনির্ভর দলের মহিলারা সিঙ্গাপুরি কলা বাগানে বাগান পরিচর্যায় ব্যস্ত ।
এই মহিলাদের দেখে বোঝার উপায় নেই যে এরা এই প্ৰথম কলা বাগানের চাষ করছে।সাপকালীর ঝর্ণা রাজবংশী এক প্রশ্নের উত্তরে বলেন প্রচণ্ড ঠান্ডা পড়া ই বেশ কিছু কলা গাছের ক্ষতি হলেও তারা কলা গাছের পরিচর্যা করবার মাধ্যমে তা ঠিক করে নেবে।ঝর্ণা রাজবংশী জানান তারা এই সিঙ্গাপুইইকলা চাষের মাধ্যমে নিজেদের আয়ের পথ করে নেবেন।কারন সঠিকভাবে কলা উৎপাদন করলে তারা এর থেকে ভালো পয়সার মুখ দেখতে পারবে বলে তার দৃঢ় বিশ্বাস।জানা যায় কালিয়াগঞ্জ ব্লক সিঙ্গাপুরী কলা চাষে একটা নুতন দিগন্ত সৃষ্টি করতে চলেছে।কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহ জ্যাকারিয়া বলেন কালিয়াগঞ্জ ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের পিছিয়ে পড়া মহিলারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে তা বাস্তবায়িত করবার জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।কালিয়াগঞ্জ ব্লকের বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দধি মোহন দেবশর্মা বলেন আমাদের দলের এলমাত্র লক্ষ মানুষের উন্নয়ন।তাই এই ব্লক পঞ্চয়েত এর বিভিন্ন কাজকর্মে অন্য ব্লকের চেয়ে অনেক এগিয়ে।