এম্বুলেন্স ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর
1 min read(বর্তমানের কথা) : এম্বুলেন্স ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর।মৃতের নাম মৃগেন মন্ডল (৪৪)।বাড়ি চণ্ডীপুরের সুলতানপুরে।সোমবার দুপুর ২ টা নাগাদ ঘটনাটি ঘটেছে চণ্ডীপুরের পাটনাবর্মন পল্লীতে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে,সুলতানপুরের বাসিন্দা বছর ৪৪-র মৃগেন মন্ডল বাইকে চেপে দুপুর প্রায় ২ টা নাগাদ চণ্ডীপুর থেকে বাড়ি ফিরছিলেন।অপরদিকে পুর্বপাটনা থেকে একটি এম্বুলেন্স চণ্ডীপুরের দিকে আসছিল।বেপরোয়া গতিতে থাকা এম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পাটনাবর্মন পল্লীর কাছে বাইকে ধাক্কা মারে।ঘটনাস্থলে এই বাইক আরোহী পড়ে যায়।হেলমেট না থাকায় তার মাথায় ভীষণ আঘাত লাগে।স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।তবে এম্বুলেন্স চালক পলাতক।ঘটনার তদন্ত শুরু করেছে চণ্ডীপুর থানার পুলিশ।