December 22, 2024

কালিয়াগঞ্জের শ্রীমতি নদীর সংস্কারের দাবি নিয়ে বিডিওর কাছে নদী ও পরিবেশ বাঁচাও কমিটির ডেপুটেশন

1 min read

তপন চক্রবর্তী উত্তরদিনাজপুর কালিয়াগঞ্জের মজে যাওয়া ও কতিপয় ব্যক্তিদের দ্বারা বেদখল হয়ে যাওয়া শ্রীমতি নদীকে সংস্কার করার দাবি জানালো মঙ্গলবার কালিয়াগঞ্জ নদী ও পরিবেশ বাঁচাও কমিটি।মঙ্গলবার বেলা সাড়ে দশটা নাগাদ  কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহম্মদ জ্যাকারিয়ার কাছে একটি স্মারকলিপি দিয়ে দাবি জানিয়ে সংগঠনের যুগ্ম সম্পাদক স্বপন ব্রহ্ম বলেন রাজ্য সরকারের উত্তরদিনাজপুর জেলা প্রশাসন শ্রীমতি নদীকে একশো দিনের প্রকল্পের মাধ্যমে সংস্কার করা হোক।সংগঠনের যুগ্ম সহ সম্পাদক ডক্টর কাঞ্চন দে বলেন কালিয়াগঞ্জের শ্রীমতি নদীর মধ্যে এলাকার মানুষজন ধান চাষ শুরু করে দিয়েছে।বর্তমান সময়ে পুরো শ্রীমতি নদী যেন বোরো ধান চাষের খেতে পরিণত হয়েছে।উত্তরদিনাজুর জেলা প্রশাসন থেকে অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক বলে তিনি দাবি জানান।কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহ ্জ্যাজকারিয়া স্মারকলিপি গ্রহণ করে বলেন তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে উত্তরদিনাজপুর জেলা শাসকের কাছে এই স্মারকলিপিটি পাঠিয়ে দেবেন যাতে একশো দিনের কাজের মাধ্যমে নদীটির সংস্কার করা যায়।ডেপুটেশনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আব্দুল হাসান ও ঝন্টু মোদক সহ অনেকেই।

6 thoughts on “কালিয়াগঞ্জের শ্রীমতি নদীর সংস্কারের দাবি নিয়ে বিডিওর কাছে নদী ও পরিবেশ বাঁচাও কমিটির ডেপুটেশন

  1. comprare cialis online Several clinical trials have extensively reported on the efficacy and safety of chronic treatment with phosphodiesterase type 5 inhibitors PDE5-Is either alone or in combination with conventional therapies in ameliorating LUTS in men with or without ED

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *