৭২ ঘণ্টার মধ্যে ফের পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জের বারোদুয়ারি মোড়ে
1 min readতন্ময় দাস, রায়গঞ্জঃ দুর্ঘটনা ৩৪ নম্বর জাতীয় সড়কে। রায়গঞ্জের বারোদুয়ারি মোড়ে ট্রাকের ধাক্কায় মৃত এক বাইক আরোহী। মৃত ওই ব্যক্তির নাম বিশ্বনাথ বর্মন। মৃতের বাড়ি রায়গঞ্জ থানার লক্ষণীয়া এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে রায়গঞ্জ থানার পুলিশ।
মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এদিকে জাতীয় সড়কে পরপর দুর্ঘটনার জেরে ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। এলাকার ট্রাফিক ব্যবস্থা নিয়েও ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। ভালো ট্রাফিক ব্যবস্থার দাবীতে প্রায় ঘন্টা খানেক জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভরত মানুষেরা।
গত শুক্রবার সকালেই ট্রাকের ধাক্কায় এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় রায়গঞ্জের শিলিগুড়ি মোড়। পুলিশের সাথে খণ্ডযুদ্ধ লেগে যায় উত্তেজিত জনতার। ভাঙচুর চালানো হয় শিলিগুড়ি মোড় ট্রাফিক কিয়স্কে। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট ও পাথর। বোমা ছোঁড়ার অভিযোগও ওঠে।
পরিস্থিতি স্বাভাবিক করতে পালটা লাঠিচার্জ করা হয় পুলিশের পক্ষ থেকে। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেলও। রাবার বুলেট ও গুলি চালানোর অভিযোগও ওঠে পুলিশের বিরুদ্ধে। যদিও এই বিষয়টি অস্বীকার করা হয় পুলিশের পক্ষ থেকে।