১৩.২.২০১৮ তারিখের উত্তর দিনাজপুর জেলার সারা দিনের সেরা ১০টি বাছাই খবর
1 min readআজকে উত্তর দিনাজপুর জেলার সারা দিনের বাছাই খবর সেরা ১০
১৩/২/২০১৮
(১)৭২ ঘণ্টার মধ্যে ফের পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জের বারোদুয়ারি মোড়ে
(২)কালিয়াগঞ্জের শ্রীমতি নদীর সংস্কারের দাবি নিয়ে বিডিওর কাছে নদী ও পরিবেশ বাঁচাও কমিটির ডেপুটেশন।
[৩]উত্তর দিনাজপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সাফাই অভিযান শুরু
[৪], তেরো দিনের মহানাম সংকীর্তন শেষে কালিয়াগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনে মহা প্রসাদ পেতে হাজার হাজার ভক্ত বৃন্দের সমাগম, প্রসাদ দিলেন কালিয়াগঞ্জের পৌরপিতা কার্তিক চন্দ্র পাল
[৫]কাজলের মৃত্যুর প্রতিবাদে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে ৩৪ নম্ব
র জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল বিএসএনএলের অস্থায়ী কর্মী ও তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি
র জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল বিএসএনএলের অস্থায়ী কর্মী ও তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি
[৬]ইসলামপুর ব্লকের রামগঞ্জ থেকে আগডিমটি পর্যন্ত বারো কিলোমিটার রাস্তার শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
[৭] চোপড়া থানার উদ্যোগে পুলিশ পাবলিক কমিউনিটি ফুটবল প্রতিযোগিতা
[৮]রাজ্য সরকারের পক্ষ থেকে রাস্তায় আমাদের আস্থা এই স্লোগান কে সামনে রেখে কলিয়াগঞ্জেও রাস্তা দিবস পালন
[৯] কালিয়াগঞ্জের কৃতী সন্তান উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সৌম্যজ্যতি পাল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় প্রথম
[১০] সেফ ড্রাইভ সেভ লাইফের ব্যানার হাতে রায়গঞ্জের জেলা আদালতের উকিলবাবুরা