বুধবার শিবরাত্রি ও ভ্যালেন্টাইনডে কে কেন্দ্র করে কালিয়াগঞ্জ বয়রা মায়ের মন্দির সেজে উঠেছে
1 min readমা বয়ড়া কালী মাতার মন্দির
তপন চক্রবর্তী (বর্তমানের কথা) ঃ একই দিনে শিব রাত্রি ও ভ্যালেন্টাইন ডে পড়ায় জোর লড়াই শুরু হয়ে গেছে ধুতুরা ও গোলাপ ফুলের মধ্যে।এই দুই উৎসবের মূল বস্তু দুই ধরনের ফুল হলেও আজকের দিনে ধুতুরা ফুল যে গোলাপ ফুলকে হার মানাবে এটা নিশ্চিত করেই বলা যায়।কালিয়াগঞ্জ শহরের বাজারে গোলাপ ফুলের পসরা সাজিয়ে নিয়ে ফুল ব্যবসায়ীরা বসে থাকলেও ধুতুরা ফুলের যেমন চাহিদা ঠিক তেমনটাই বিক্রি হচ্ছে মহেদ্রগঞ্জ্র বাজারে গেলেই তা বোঝা যায়।কালিয়াগঞ্জ মা বয়রা পূজা কমিটির সম্পাদক বিদ্যুৎ বিকাশ ভদ্র বুধবার সকালে বলেন আমরা প্রতিবারের ন্যায় এবারও কালিয়াগঞ্জ এর মাবোনদের শিবরাত্রির পূজা দেবার জন্য সমস্ত আয়োজন করেছি যাতে তারা নির্বিঘ্নে পূজা দিতে পারে।তিনি বলেন প্রতিবার এই মায়ের মন্দিরে সকাল থেকে সন্ধ্যায় প্রচুর ভক্তের সমাগম হয়ে থাকে।এবারেও যে প্রচুর ভিড় হবে তা বলার অপেক্ষা রাখেনা।