November 14, 2024

ভ্যালেন্টাইনস শিবরাত্রি উপোস

1 min read
                                   

   একটুকু ছোঁয়া লাগে , এইটুকু কথা বলে “

জয়ন্ত বোস , বর্তমানের কথা :-একটুকু ছোঁয়া লাগে , এইটুকু কথা বলে ” — আজ তো ১৪ই ফেব্রুয়ারি , বিশ্ব ভালোবাসার দিবস. মনের মানুষ ভালোবাসার মানুষটিকে ভালোবাসার দিন, অন্তরের খনি থেকে ভালবাসা তুলে নিজের কাছের প্রিয়তম ও প্রিয়তমার কাছে উজাড় করে প্রতিদিনই দেইয়া হয় কিন্তু আজকের দেওয়াটা আলাদা এক অনুভূতির দিন কারণ ভ্যালেন্টাইনস দিবস . মিষ্টি মুখে , গোলাপ হাতে , রংবেরংয়ের পোষাকে , জড়িয়ে ধরে একটুকু ছোঁয়া লাগে  গুণ গুণ গানের কলিতে প্রিয়তম প্রিয়তমাদের ভালবাসার আজকের  ভ্যালেন্টাইনস ডের স্বাদ কে কিছুটা হলেও ম্লান করে দিয়েছে মহাদেবের ধুতুরা ফুল . আজতো শিবরাত্রি , মহাদেবের মাথায় জল ঢেলে মনস্কামনায় চার প্রহর উপবাস থেকে শিবরাত্রির ব্রত পালন. এই ব্রত পালনে নির্জলা উপবাস থাকাটাই ব্রতের প্রথম ধাপ সেখানে প্রিয়তম প্রিয়তমাদের কাছে আজকের দিবসে শুধুইকি গুণগুনিয়ে গানের কলি আওরানো. ব্রহ্মা , বিষ্ণু , মহেশ্বর -এই ত্রয়ী বিশ্ব জগতের সৃষ্টিকর্তা , তাদের মধ্যে আজ মহেশ্বরের দিন. ভোলেবাবা মহাদেব পার্বতীর সাথে ব্রতের মাঝে ভ্যালেন্টাইন্স দিবসের সবকিছুই উপভোগ করবেন বলেই জগত স্রষ্ঠার আধিকারিক নিজের ব্রতের দিনে ভালোবাসার দিনটিকে আ্যড করে নিয়েছেন ।
 চার প্রহরেই তিনি প্রিয়তম প্রিয়তমাদের বলছেন ” আমাকে ধুতুরা দাও , আমি তোমাদের গোলাপ দিব ” আর গোলাপ প্রদানের সময় বলছেন এই অত্যাধুনিক ইন্টারনেট কানেকশ নের ফেসবুকের সাম্রাজ্যে আজ ভালোবাসার দিন , জড়িয়ে ধরার দিন , যত খুশী জড়িয়ে ধরুন কিন্তু জড়িয়ে পড়বেন না যেন দেখবেন.মহাদেবের এই বাণীতে কিছুটা

আশ্বাস পেয়েছেন আজকের ব্রতের উপোস থাকা ভ্যালেন্টাইন্স দিবসের সকলেই. এইটুক ছোঁয়ায় ব্রতের উপোস বিফলে যাবে না ঠিক তবুও সাবধানে জড়িয়ে ধরলেও উপোস থাকা অবস্থায় জড়িয়ে পরলে ভ্যালেন্টাইন্স দিবসের আনন্দ উপভোগ করার  দ্বায়িত্ব আপনাদের . জয় বাবা ভোলেনাথ , ঔঁ নমঃ শিবায় , ঔঁ নমঃ ভ্যালেন্টাইন্স ডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *