October 30, 2024

শিবরাত্রির প্রসাদ খেয়ে অসুস্থ ১৫০০

1 min read
শিবরাত্রির প্রসাদ খেয়ে অসুস্থ ১৫০০

প্রীতম সাঁতরা : শিবরাত্রির প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ১৫০০ হাজার গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বরওয়ানি জেলায়। অসুস্থ প্রত্যেক ভক্তকেই ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। পরিস্থিতি এতটাই ঘোরতর যে পার্শ্ববর্তী আরও ২ টি হাসপাতাল থেকে আনা হচ্ছে ডাক্তারদের।

প্রতি বছরের মত এবারেও ওই গ্রামে বেশ জাঁকজমক করেই পালন করা হচ্ছিল শিবরাত্রি। নিয়ম মেনে উপবাসীও ছিলেন অনেকে। প্রসাদ হিসাবে আয়োজন করা হয়েছিল খিচুড়ি ভোগেরও। সূত্রের খবর, সে প্রসাদ খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছেন ভক্তরা। প্রসাদ খাওয়ার পর শুরু হয় পেট ব্যথা, বমির মত উপশম। ঠিক কি কারণে খাবারে বিষ ক্রিয়া হয়েছে তা জানা না গেলেও, খাবারে পোকামাকড় পড়েছিল বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি প্রসাদ গ্রহণ করার আগেও কারোর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল কিনা, তা বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। আসরে নেমেছেন জেলাশাসক তেজস্বী এস নায়েক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *