October 30, 2024

ভ্যালেন্টাইন ডেতে প্রেমিক-প্রেমিকার দুটি হাত এক করলো পুলিশ

1 min read
(বর্তমানের কথা) ঃ কোলাঘাটঃ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। আর সেই ভ্যালেন্টাইন ডেতেপ্রেমিক প্রেমিকার দুটি হাত এক করে নজির তৈরি করল কোলাঘাট বিট হাউস থানারপুলিশ আধিকারিকরা। কোলাঘাট বিট হাউস থানার উদ্যোগে আজ রক্তদান শিবিরেরআয়োজন করা হয়। সেই রক্তদান শিবিরে প্রেমিক প্রেমিকা যুগল রক্তদান করেআজকের দিনটি স্মৃতির পাতায় লিপিবদ্ধ করে রাখল তাঁরা। কোলাঘাট বিট হাউসথানার দুই সিভিক ভলেন্টিয়ার সুমন দাস ও জয়শ্রী সরকার গত সাড়ে তিন বছর ধরেএকে অপরকে ভালবেশে এসেছে। তবে দুই পরিবার তাদের প্রেমের সম্পর্ক মেনেনেয়নি। পরিবারের লোকারে তাদের প্রেম মেনে না নিলেও তাদের প্রেমে এতটুকুভাটা পড়েনি। ১৪ ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডের দিন কোলাঘাট বিট হাউসথানার উদ্যোগে রক্তদান শিবিরে দুজনে রক্তদান করার পর তাদের প্রেমের কথাপুলিশ আধিকারীকদের জানায় তাঁরা। তারপর পুলিশ আধিকারিকরা দুই পরিবারেরসাথে কথা বলে তাদের দুই হাত এক করে দেওয়ার ব্যবস্থা করে। পুলিশআধিকারিকদের কথায় দুটি পরিবার বিয়েতে সম্মতি প্রকাশ করেছেন। আগামী এপ্রিলমাসে দুটি হাত এক করে দেওয়ার কথাও হয়েছে দুটি পরিবারের পক্ষ থেকে।কোলাঘাট বিট হাউস থানার উদ্যোগে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন, তমলুকেরসিআই বিশ্বজিত হালদার, পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপারশিবপ্রসাদ পাত্র, প্রাক্তন বিধায়ক বিপ্লব রায়চৌধুরি, কোলাঘাট পঞ্চায়েতসমিতির সভাপতি মানব সামন্ত সহ অন্যান্যরা।এদিন প্রেমিক যুগলের হাতে ফুলের তোড়া তুলে দেন তমলুকের সিআই বিশ্বজিতহালদার। এছাড়াও রক্তদান শিবিরে উপস্থিত বিশিষ্ঠজনেরা প্রেমিক যুগলকেআশির্বাদ জানান।প্রেমিক যুগল সুমন দাস ও জয়শ্রী সরকার জানান, ভাবিনি ভ্যালেন্টাইন ডেতেএত সুন্দর উপহার পাবো আমরা। আজ দুজনেই রক্তদান করে আমাদের প্রেমেরসম্পর্ককে সুদৃঢ় করলাম।কোলাঘাট থানার ওসি কাশিনাথ চৌধুরি জানান, রক্তদানের মধ্যদিয়ে আমাদেরথানার দুই সিভিক ভলেন্টিয়ারের দুটি হাত এক করে দিতে পেরে খুব ভালো লাগছে।
ওদের নতুন জীবন সুখের ও মধুর হোক এই কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *