কালিয়াগঞ্জের বিবেকানন্দ রেলগেটের যন্ত্রনা রোধে অবিলম্বে আন্ডারপাস করার দাবি
1 min readতপন চক্রবর্তী উত্তরদিনাজপুর : উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্যবসায়ী শহরের গুরুত্বপূর্ণ বিবেকানন্দ মোড়ের রেলগেটের যন্ত্রনা থেকে মুক্তি পেতে অবিলম্বে রেল দপ্তর থেকে আন্ডারপাস করার দাবি কালিয়াগঞ্জ শহরের আপামর জনসাধারণের।জনসাধারণের দাবি দিনের অধিকাংশ সময় বিবেকানন্দ মোড়ের রেলগেট ট্রেন যাতায়াতের কারনে বন্ধ থাকার ফলে সাধারণ গাড়িঘোড়ার সাথে সাথে মুমুর্ষ রোগীকে নিয়ে এম্বুলেন্সকেও মিনিটের পর মিনিট অপেক্ষা করে থাকতে হচ্ছে।অনেক সময় দেখা যায় রেল গেট দিয়ে ট্রেন পাস হয়ে যাবার পরেও বিনা কারণে রেলগেট বন্ধ জরে রাখা হয়।এর ফলে বিভিন্ন যানবাহনের সাথে বিনা কারণে মুমুর্ষ রোগীকে নিয়েও এম্বুলেন্সকে দাঁড়িয়ে থাকতে হয়।এব্যাপারে কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক পালকে প্রশ্ন করলে তিনি বলেন কালিয়াগঞ্জের একটি বড় সমস্যা এই বিবেকানন্দ রেলগেট। শহরের মানুষদের এই রেলগেটের সমস্যার কারনে প্রতিদিন মানুষদের নাকাল হতে হয়। চেয়ারম্যান কার্তিক পাল বলেন আমাদের পৌরসভার পক্ষ থেকে খুব শীঘ্রই কাটিহারের রেলের ডি আর এম এর সাথে দেখা করে এর একটা সুরাহা কিকরে করা যায় তার চেস্টা করা হচ্ছে।আমরাও চাই বিবেকানন্দ মোড়ের রেলগেটের যদি রেল দপ্তরের পক্ষ থেকে একটি আন্ডারপাস করা যায় তাহলে এই সমস্যার সমাধান হতে পারে বলে জানান।