October 4, 2024

ভেলাইইয়ে শিব চতুর্দশীকে ঘিড়ে মহামিলন উৎসব শুরু হল

1 min read

Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home2/tektechx/bartamanerkatha.in/wp-content/themes/newsphere/inc/hooks/hook-single-header.php on line 67
বর্তমানের কথা ঃ- উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্ত ঘেষা  অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধিন ভেলাইইয়ে শিব চতুর্দশীকে ঘিড়ে মহামিলন উসব শুরু হল ভেলাই হাট মন্দির প্রাঙ্গনে প্রতিবারের ন্যায় এবার ভক্তি ও নিষ্টা সহকারে এই মিলন উসবের শুচনা হল বুধবার রাতে ।

 ভেলাই ২৪ প্রহর নামযঙ্গানুষ্ঠান এবারে রজত জয়ন্তী বর্ষে পর্দাপন করেছে।শিব চতুর্দশী উপলক্ষ্যে পূজোপাঠ ও মেলার আয়োজন হয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার প্রযন্ত চলবে ২৪ প্রহর নামযঙ্গানুষ্ঠান এবং রবিবার ধূলোট ও কুঞ্জভঞ্জ এবং মহাপ্রভূর প্রসাদ বিতরন । ভেলাই ২৪ প্রহর নামযঙ্গানুষ্ঠান উপলক্ষ্যে বসেছে মেলা,রয়েছে চন্দন নগরের আদলে চোখ ধাদানো আলোক সজ্জা প্রতিবারে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ভির জমায় মেলা প্রাঙ্গনে বলে জানান পূজা কমেটির অ

ন্যতম সদস্য বাবলু ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *