বর্তমানের কথা ঃ-চা বাগান থেকে পূর্ণ বয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার হলো একটি । ময়নাগুরি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েত এলাকার মাঝের ঝারমাটিয়ালি এলাকার একটি চা বাগান থেকে আজ দুপুরে দেখতে পান বাগানে কাজ করতে যাওয়া এক শ্রমিক। সম্ভবত বিশক্রিয়া তে চিতাবাঘ টির ম্ত্যু হয়েছে চিতাবাঘ টির। এলাকা বাসিরা জানান দুপুরে কাজ করার সময় এক শ্রমিক বাঘ টিকে পরে থাকতে দেখেন। এরপর কাতারে কাতারে মানুসের ভিড় জমতে থাকে এলাকায়। এরপর রামসাই রেঞ্জ এর বনদপ্তরের করমী রা এসে দেহ টি উদ্ধার করে নিয়ে যায়। গরুমারার রেঞ্জার অয়ন চক্রবর্তী জানান, ময়নাতদন্ত করার পরেই আসল কারন জানা যাবে মৃত্যুর। তবে পরিবেশ প্রেমি দের মধ্যে ক্ষোভ বাড়ছে এই ধরনের ঘটনায়।