রক্ত সংকট মোকাবিলায় এগিয়ে এল রায়গঞ্জ নামি মোবাইল দোকান গ্লোবটেল
1 min readতন্ময় দাস ;বর্তমানের কথা ;রায়গঞ্জঃ রায়গঞ্জ জেলা হাসপাতালে যখন চরম রক্ত সংকট চলছিল সামান্য রক্তের অভাবে যখন প্রাণ ত্যাগ করছিল সাধারণ মানুষ ঠিক তখনই রক্তদান শিবিরের আয়োজন করে রায়গঞ্জ নামি মোবাইল আর দোকান গ্লোবটেল। রামকৃষ্ণৃের জন্মতিথি দিবসের পুন্য লগ্নে “রক্ত কোনো পন্য নয়, রক্ত হৃদয়ের দান” এই বার্তা সকলের কাছে পৌছে দিতে এই রক্তদানের আয়োজন করা হয়। এই দিনের এই রক্ত দানে সংস্থার সদস্যদের পাশাপাশি প্রায় ৩০ জন রক্তদাতা রক্ত দান করেন। রায়গঞ্জ পৌতসভার স্বন্দিপ বিশ্বাস জানান,”আমরা রায়গঞ্জ এর পাশাপাশি গোটা উত্তর দিনাজপুর জেলাকে থ্যালাসেমিয়া মুক্ত করতে রক্তদান শিবির করছি।” তিনি আরো জানান, “রক্ত কোনো কারখানায় তৈরি হয় না। রক্ত তৈরির একমাত্র কারখানা মানব শরীর। তাই যদি আমরা প্রত্যেকে যদি প্রতি তিন মাস অন্তর অন্তর রক্ত দান করি তবে আমাদের জেলা একদিন থ্যালাসেমিয়া মুক্ত জেলা হিসাবে বিবেচিত হবে।” দোকানের কর্নাধার অভিজিৎ বোস সমাজের সকল মানুষ কে এগিয়ে আসার আহবান জানান।