অমর হবার জন্য
1 min readঅমর হবার জন্য
অরুনেস্বর দাস
ভালোবেসেই এসেছি একদিন
আরো শক্ত হাতে ধরেছি।
অমর হবার জন্যই তো আমি আমার
এই জীবনে সপেছি শব্দে ও বাক্যে
জীবনের অনেক সুখ
ভোগ ত্যাগ ও করেছি।
আগুনে দিয়েছি এই সুন্দর দুহাত সহাস্যে
দহনক্রিয়ার নির্মম অভিজ্ঞতার জন্য,
জল রেখেছি হাতের বাইরে,অনেক দূরে।
অমর হবার জন্যই কালি ও কলম সঙ্গী
একটি শব্দ একটি বাক্যই শুধু খুঁজি
যদি পারি থেকে যেতে
মানুষেরই মনে।
মানুষের জীবনে স্মরণে
থাকি চিরদিন চিরদিনের
জন্যে।