December 22, 2024

জয়দেবপুরে সি পি এম দল থেকে তৃণমূলে যোগদান-

1 min read

তপন চক্রবর্তী উত্তরদিনাজপুর–সোমবার উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলের জয়দেবপুর গ্রাম থেকে আনুমানিক 50টি  বামসমর্থিত পরিবারের মানুষ তৃণমূল দলে যোগদান করে।সোমবার সকালে জয়দেবপুর গ্রামেএকটি তৃণমূল দলের সভায় কালিয়াগঞ্জের তৃণমূল দলের ব্লক সভাপতি দাধিমোহন দেবশর্মা র হাত থেকে তৃণমূল দলে যোগদানকারীরা দাধিমোহন দেবসশর্মার হাত থেকে তৃণমুলের দলীয় পতাকা গ্রহন করে।ব্লক তৃণমূল সভাপতি দধি মোহন দেবশর্মা বলেন বাংলার ব্যপক উন্নয়ন কে করছেন তা মানুষ দেখছেন।মমতা বন্দ্যোপাধ্যাযের উন্নয়নের জোয়ার দেখে তাই প্রতিদিনের মত আজকেও তাদের দলে এই মানুষগুলো সিপিএম এর সাথে সম্পর্ক ছিন্ন করে যোগদান করে।অনুষ্ঠানে বেশ কিছু তৃণমূল নেতারাও অংশগ্রহন জরে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *