নদীয়ার পালপাড়া স্টেশনে রেল অবরোধ
1 min readNotice: Trying to get property 'post_excerpt' of non-object in /home2/tektechx/bartamanerkatha.in/wp-content/themes/newsphere/inc/hooks/hook-single-header.php on line 67
সুরজিৎ বিশ্বাস, নদিয়া: রেলের চতুর্থ শ্রেণীতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিতে আইটিআই পাসের সংরক্ষণ তুলে দেওয়া হয়েছে এই অভিযোগে আজ বেলা একটা থেকে নদীয়ার পালপাড়া স্টেশনে রেল অবরোধ করা হয়।
আইটিআই পড়ুয়াদের সঙ্গে স্হানীয় বাসিন্দারাও অবরোধে সামিল হন। আপ শান্তিপুর এবং
ডাউন রাণাঘাট লোকালকে আটকে রাখা হয়।
ডাউন রাণাঘাট লোকালকে আটকে রাখা হয়।
ফলে শিয়ালদা– রাণাঘাট শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে বেলা দুটো নাগাদ অবরোধ উঠে যায়।