উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের মাটিতে দাঁড়িয়ে পালটা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন সাংসদ সেলিম
1 min readতন্ময় দাস, বর্তমানের কথা : আজ উত্তরদিনাজপুর জেলার হেমতাবাদের মাটিতে দাঁড়িয়ে পালটা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন সাংসদ সেলিম ।তিনিবলেন মুখ্যমন্ত্রী সংসার সম্পর্কে কিছুই জানেন না, সংসার ধর্ম পালন করেননি, আর সেজন্যই আমার স্ত্রী আছে বলে উনি হিংসা করেন “। গত ২২ ফেব্রুয়ারি হেমতাবাদে সরকারি সভায় যোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস, সিপিএম ও বিজেপিকে একহাত নেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নাম না করে রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিমকেও কটাক্ষকরেছিলেনমমতাবন্দ্যোপাধ্যায়তিনিবলেছিলেন,”সিপিআইএমেরএকসাংসদটিভিতেভাষণদেনটিভিতে মুখ না দেখালে স্ত্রী খেতে দেবেন না, এমন অবস্থা হয়ে গেছে কয়েকজনের। তাই টিভিতে মুখ দেখিয়ে বড় বড় ভাষণ মারেন। কাজের কাজ কিছুই করেন না।
কিছু না করে ভাষণ দেওয়া তাঁদের মুখে মানায় না।” পঞ্চায়েয়ের দুর্নীতি, বেহাল রাস্তা, সকলের জন্য ডিজিটাল রেশন কার্ড, পঞ্চায়েতে স্বজনপোষণের অভিযোগ সহ একাধিক দাবিতে সোমবার হেমতাবাদের বিডিওর কাছে স্মারকলিপি জমা দেয় জেলা সিপিআইএম। ডেপুটেশন কর্মসূচির আগে একটি সমাবেশের আয়োজনও করা হয়। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ। সমাবেশের মঞ্চেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে সেলিম সাহেব বলেন ” বাইচুং ভুটিয়ার পদত্যাগের প্রসঙ্গে এদিন মহম্মদ সেলিম বলেন, তৃণমূলের তারকা নেতারা আসলে ভাড়া খাটেন। যেমন ভাবে বিভিন্ন বাস সব রাজনৈতিক দলের সভায় কর্মী নিয়ে এসে ভাড়া খাটে, তেমনই তৃণমূলের তারকাও ভাড়া খাটেন। একটা সময় মুকুল রায়ও তৃণমূলের হয়ে ভাড়া খেটেছিলেন, আর আজ বিজেপির হয়ে খাটছেন।